March 17, 2017
Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.
A large section of commuters possessing smart phones have downloaded the app.
Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.
The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.
The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.
It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.
একদিনেই জনপ্রিয়তার শিখরে ‘পথদিশা‘ অ্যাপ
রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।
অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।
WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।
পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।
উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।