সাম্প্রতিক খবর

মার্চ ২, ২০১৯

মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়ন করবে পঞ্চায়েত দপ্তর:

মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়ন করবে পঞ্চায়েত দপ্তর:

গ্রামাঞ্চলে মৎস্য চাষ একটি প্রধান জীবিকা। এই কথা মাথায় রেখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়নের জন্য মৎস্য দপ্তরের সহযোগিতা করার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হবে যে পরিকল্পনা রয়েছে। সেগুলো ধীরে ধীরে বাস্তবায়িত করা হবে। এই উদ্যোগেগুলি মৎস্য চাষের সহযোগিতার পাশাপাশি মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়নও করবে।

মৎস্য উৎপাদন বাড়াতে পরিকাঠামো উন্নয়নের কাজ করবে পঞ্চায়েত দপ্তর:

  • মীন মিত্র – মৎস্য চাষিদের পাশে দাঁড়াতে জেলায় জেলায় চলতি বছরে মোট ১৬৪ জন মীন মিত্র নিয়োগ করা হবে। এর মাধ্যমে মাছ চাষের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণ দেবেন। রাজ্যে মাছের উৎপাদন বাড়ানো এবং বিপণনে সাহায্য করবে এনারা। এই প্রকল্পে প্রাথমিক ভাবে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য পঞ্চায়েত দপ্তর।
  • মাছের চারা উৎপাদনের জন্য তৈরী হবে ইকো হ্যাচারি।
  • মাছ শুকনো করার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সোলার ড্রায়ার মেশিন সরবরাহ করা হবে।
  • সংরক্ষণের জন্য বরফ তৈরীর মেশিনও দেওয়া হবে।
  • ছোট কোল্ড স্টোর রুম গড়ে তোলা হবে।
  • চাষিরা যাতে উৎপন্ন মাছ বাজারে বিক্রি করতে পারেন, সে জন্য ভর্তুকিতে ইনসুলেটেড বক্স লাগানো মপেডও দেওয়া হবে।
  • মাছ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে মানুষকে জানাতে বাংলা সহ বিভিন্ন ভাষায় পুস্তিকা ছেপে বিলি করা হবে।

সৌজন্যে: এই সময়