July 31, 2017
Outstanding performers among Kanyashree Scheme beneficiaries felicitated

The special achievers in various fields during 2016-17 among the beneficiaries of the Kanyashree Scheme were felicitated at the Kanyashree Utsav held at the Netaji Indoor Stadium on Friday, July 28 to celebrate the United Nations Public Service Award given to the scheme recently.
Bengal Chief MInister Mamata Banerjee, the main brain behind the scheme, congratulated the outstanding performers, divided into six broad categories. The first to be called on stage were 20 Kanyashree beneficiaries who had shone in their respective fields.
The top 20 recipients:
- Mamoni Bauri from Bankura district – first in shot put at the state-level games
- Tania Ambali from Hooghly district – ranked well in the national school taekwondo championship
- Indrani Banerjee from Hooghly district – scored 85.6% in the Madhyamik exams
- Pratima Chhetri from Jalpaiguri district – scored 85% in the Madhyamik exams and also ranked third in the national school taekwondo championship
- Debolina Gope from Nadia district – excelled in gymnastics
- Debasmrita Mondal from Nadia district – excelled in gymnastics
- Tamalika Dutta from Purba Bardhaman district – excelled in gymnastics
- Pratistha Samantha from Howrah district – excelled in gymnastics
- Monalisa Dey from Howrah district – excelled in kabaddi
- Anubha Mandal from Howrah district – first in state-level yoga championship
- Chandrani Karmakar from Alipurduar district – fourth in the Madhyamik exams
- Rokeya Khatoon from North 24 Parganas district – first in the Alim exams
- Arjina Khatoon from North 24 Parganas – fifth in the Alim exams
- Bidisha Gayen from South 24 Parganas – excelled in gymnastics
- Budhorani Deb Sharma from Uttar Dinajpur district – excelled in shot put
- Koel Saha from Uttar Dinajpur district – third in state-level dance competition
- Triparna Debnath of Kolkata
- Trisha Puryakayastha of Kolkata
- Anjali Goshai of Kolkata
- Kuheli Basak from Nadia district – for contributing to her household income by running a cyber cafe-cum-photocopy shop
The best poster in 2017 in the scheme’s poster design competition:
- Pritha Adak from Howrah district
The best poems in six languages in a contest among the Kanyashree beneficiaries:
- Bengali: Debolina Ghosh from Malda district
- English: Amisha Kami from Alipurduar district
- Nepali: Lamu Sherpa from Jalpaiguri district
- Hindi: Anshu Kumari Giri from Alipurduar district
- Urdu: Saban Khatun from Kolkata district
- Santhali: Anima Murmu from Bankura district
The top three schools to best implement the Kanyashree Scheme:
- Badartala Madhyamik Balika Vidyamandir
- Loreto St Mary’s Girls’ High School
- Bansdroni Binay Balika VidyalayaGarden Reach Notubihari Girls’ High School received a special recognition
The top three colleges best implement the Kanyashree Scheme:
- Sammilani College
- Vidyasagar College
- Sarsuna College
At the end, the top five districts for best overall performance in implementing the scheme during 2016-17 were awarded. They were:
- Bankura
- Alipurduar
- Cooch Behar
- North 24 Parganas
- Dakshin Dinajpur
All the students awarded were given books and special-mention certificates, while the institutions and districts, whose representatives were called on stage, received certificates of honour.
কৃতি কন্যাশ্রীদের পুরস্কৃত করা হল
শুক্রবার ২৮শে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কন্যাশ্রী উৎসব। ২০১৭ সালে ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পকে পিছনে ফেলে সেরার শিরোপা পায় আমাদের রাজ্যের “কন্যাশ্রী”। সেই ঐতিহাসিক জয়ের উৎসবই পালন করা হয় এই দিন। এদিন অনেক কৃতি কন্যাশ্রীকে পুরস্কৃত করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই প্রকল্পের রূপকার ও প্রধান উদ্যোগী, তিনি প্রধান ৬টি বিভাগে কৃতিদের সম্মান প্রদান করেন। ২০জন কন্যাশ্রী যারা বিভিন্ন ক্ষেত্রে নজির গড়েছে, তাদের ডেকে নেওয়া হয় মঞ্চে।
১. বাঁকুড়া জেলার মামনি বাউরি, যিনি রাজ্য স্তরে সট-পাটে প্রথম স্থানাধিকারী
২. হুগলী জেলার তানিয়া আম্বালি, যিনি জাতীয় তাইকুন্ডু প্রতিযোগিতায় ভালো ফল করে
৩. হুগলী জেলার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, যিনি মাধ্যমিক পরীক্ষায় ৮৫.৬ শতাংশ নম্বর পেয়েছেন
৪. জলপাইগুড়ি জেলার প্রতিমা ছেত্রী, যিনি মাধ্যমিকে ৮৫ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি তাইকুন্ডুতে জাতীয় স্তরে স্কুলের মধ্যে তৃতীয় হয়েছেন
৫. নদীয়া জেলার দেবোলিনা গোপ, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৬. নদীয়া জেলার দেবস্ম্রিতা মণ্ডল, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৭. পূর্ব বর্ধমান জেলার তমালিকা দত্ত, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৮. হাওড়া জেলার প্রতিষ্ঠা সামন্ত, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
৯. হাওড়া জেলার মোনালিসা দে, কাবাডি-তে অসাধারন কৃতিত্বের জন্য
১০. হাওড়া জেলার অনুভা মণ্ডল, রাজ্য স্তরে যোগব্যায়ামে প্রথম স্থানাধিকারী
১১. আলিপুরদুয়ার থেকে চন্দ্রানি কর্মকার, মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থানাধিকারী
১২. উত্তর ২৪ পরগণার রোকিয়া খাতুন, আলিম পরীক্ষায় প্রথম স্থানাধিকারী
১৩. উত্তর ২৪ পরগণার আরজিনা খাতুন, আলিম পরীক্ষায় পঞ্চম স্থানাধিকারী
১৪. দক্ষিণ ২৪ পরগণার বিদিশা গায়েন, জিমন্যাস্টিকস-এ অসাধারন কৃতিত্বের জন্য
১৫. উত্তর দিনাজপুরের বুধোরানি দেব শর্মা, সট-পাটে কৃতিত্বের জন্য
১৬. উত্তর দিনাজপুরের কোয়েল সাহা, রাজ্য স্তরে নৃত্য প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী
১৭. কলকাতার ত্রিপরনা দেবনাথ, ব্রেন ক্যান্সারকে হারিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য
১৮. কলকাতার তৃষা পুরকায়েত
১৯. কলকাতার অঞ্জলি গোঁসাই
২০. নদীয়া জেলার কুহেলী বসাক, ফটো-কপির দোকান চালিয়ে সংসার চালানোর জন্য
এই প্রকল্পের ওপর একটি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় সেরা পোস্টার আঁকেন হাওড়া জেলার পৃথা আদক।
ছ’টি ভাষায় সেরা কবিতা লেখার জন্যও পুরস্কার দেওয়া হয়ঃ
বাংলাঃ মালদা জেলার দেবোলিনা ঘোষ
ইংরাজিঃ আলিপুরদুয়ার জেলার আমিশা কামি
নেপালিঃ জলপাইগুড়ি জেলার লামু শেরপা
হিন্দিঃ আলিপুরদুয়ার জেলার অংশু কুমারি গিরি
উর্দুঃ কলকাতা জেলার শাবানা খাতুন
সাঁওতালিঃ বাঁকুড়া জেলার অনিমা মুরমু
কন্যাশ্রী প্রকল্পের ওপর কাজের জন্য সেরা স্কুলগুলিও পুরস্কৃত হয়। প্রথম তিনটি স্কুল হলঃ
১.বাদারতলা মাধ্যমিক বালিকা বিদ্যামন্দির
২.লরেটো সেন্ট ম্যারি’স গার্লস হাই স্কুল
৩.বাঁশদ্রোণী বিনয় বালিকা বিদ্যালয়
বিশেষ স্বীকৃতি পায় গার্ডেনরিচের নটুবিহারি গার্লস হাই স্কুল
কন্যাশ্রী প্রকল্পের ওপর সেরা কাজের জন্য সেরা কলেজগুলিও পুরস্কৃত হয়ঃ
১.সম্মিলনী কলেজ
২.বিদ্যাসাগর কলেজ
৩.সরসুনা কলেজ
২০১৭ সালে জেলাভিত্তিক কন্যাশ্রী প্রকল্পের ওপর ভালো কাজ করার জন্য পুরস্কৃত হয় পাঁচ’টি জেলাঃ
১.বাঁকুড়া
২.আলিপুরদুয়ার
৩.কোচবিহার
৪.উত্তর ২৪পরগনা
৫.দক্ষিণ দিনাজপুর
সকল কন্যাশ্রী’কে বই ও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠান ও জেলা গুলোকে সাম্মানিক স্বীকৃতি দেওয়া হয়।