সাম্প্রতিক খবর

মে ১০, ২০১৮

বাংলার উন্নয়নকে পিছিয়ে দিতে পঞ্চায়েতে নীতিহীন জোট করেছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার উন্নয়নকে পিছিয়ে দিতে পঞ্চায়েতে নীতিহীন জোট করেছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার দাঁতন–২ ব্লকের খণ্ডরুই রাজবাড়ি মাঠে নির্বাচনী সভায় এক্তি জনসভা করেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদের আক্রমণ করে বলেন, “বাংলার উন্নয়নকে পিছিয়ে দিতে পঞ্চায়েতে নীতিহীন জোট করেছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি। তবে বাংলার মানুষ এই জোটকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলবেন। কারণ মমতা ব্যানার্জির বিরোধিতা করা মানে উন্নয়নের বিরোধিতা করা”।

একইসঙ্গে তিনি বলেন, ‘”তৃণমূলকে ধমকে লাভ হবে না, কারণ ২০১৯–এ দিল্লিতে ক্ষমতায় ফিরবে না বিজেপি। আগে ওরা দিল্লি সামলাক, তারপরে আসবে বাংলায়। বাংলা কারো কাছে মাথা নত করে না”।

এদিনের সভায় অভিষেক বলেন, “নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল সব জায়গা রক্তে ভাসিয়ে, সন্ত্রাস চালিয়ে এখন গেরুয়া পরে ভোট চাইছে সিপিএম। তৃণমূলের কিছু আবর্জনা বিজেপিতে ঢুকেছে। ৩৪ বছর ক্ষমতায় থেকে কোনও উন্নয়নই করেনি সিপিএম। গত ৫ বছর পঞ্চায়েতের জন্য কী করেছে তৃণমূল তা গ্রামের মানুষ নিজেরাই দেখছেন”।

Source: Aajkal