সাম্প্রতিক খবর

মার্চ ৩, ২০১৯

কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ওপিডি বুকিং অনলাইনে

কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ওপিডি বুকিং অনলাইনে

কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির ওপিডিতে রোগীদের রেজিস্ট্রেশন পদ্ধতি সহজ করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর শুরু করতে চলেছে অনলাইন বুকিং পদ্ধতি।

এসএসকেএম হাসপাতালে এই পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং বাকি হাসপাতালগুলিতে শীঘ্রই শুরু হবে।

অনলাইনে ওপিডি বুকিং খুব সহজ। যে রোগীরা কোনও নির্দিষ্ট একটি হাসপাতালে ডাক্তার দেখাবেন, তাদের www.wbhealth.gov.in ওয়েবসাইটে যেতে হবে এবং ই-গভর্ন্যান্স বিভাগের অধীনে ‘ওপিডি টিকিট বুকিং’ বিভাগে যেতে হবে।

এরপর রোগীকে নিজের মোবাইল নম্বর দিতে হবে, যেখানে ওটিপি নম্বর আসবে। সেই ওটিপি নম্বরটি এন্টার করতে হবে। এবার অন্যান্য তথ্য সংক্রান্ত ফর্ম ফিলাপ করতে হবে যেখানে নাম, বয়স, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। এর পাশাপাশি রোগীকে নিজের রেশন কার্ড নম্বর প্রদান করতে হবে।

ডাক্তার দেখানোর সাত দিন আগে পর্যন্ত অনলাইনে বুকিং করা যাবে। অনলাইনে পাওয়া টিকিট নম্বর রোগীকে সঙ্গে নিয়ে হাসপাতালে যেতে হবে।