November 4, 2017
Now State Govt’s Pathadisha app for private & mini buses too

Private buses and minibuses are now going to be added the hugely popular Pathadisha app, created by the Bengal Transport Department.
From the middle of November, the app users would be able to get information almost 1,500 private and mini buses running on 107 Kolkata-originating routes. The buses which take the route from Esplanade to Hazra crossing and beyond would be the first to be included in the app. The work of connecting the buses to the app would be completed by the end of November.
Towards the latter end, the State Government is installing GPS devices on the private and mini buses too, at a cost of almost Rs 38 lakh. The devices would connect the buses to app to give real-time positions.
The prior knowledge of arrival of buses would bring about convenience as well as help in inculcating a sense of security among passengers.
There are 925 routes originating from various places in Kolkata, of which 260 are meant for buses run by West Bengal Transport Corporation and 665 for private and mini buses. There are 3,852 private buses and 1,686 mini buses which run on the 665 routes.
Every day, 6,000 buses crisscross the streets of Kolkata, of which about 1,000 to 1,500 are government-owned and the rest privately-owned.
Till date, the Pathadisha app has been downloaded more than 1.25 lakh times.
বেসরকারি ও মিনিবাসের হদিসও মিলবে এবার ‘পথদিশা’ অ্যাপে
রাজ্য সরকারের পরিবহণ দপ্তর জনপ্রিয় অ্যাপ ‘পথদিশা’য় এবার অন্তর্গত হবে বেসরকারি ও মিনিবাস।
নভেম্বরের মাঝামাঝি এই অ্যাপ ব্যবহারকারীরা ১০৭টি রুটের ১৫০০টি বেসরকারি ও মিনিবাসের সন্ধান পেতে পারবেন। যেসকল বাস এসপ্ল্যানেড থেকে হাজরা মোড় বা তার পোরে পর্যন্ত যেতে গেলে যে রুট, সেই রুটের বাস প্রথমে অন্তর্ভুক্ত হবে এই অ্যাপে।
রাজ্য সরকার এই জন্য প্রতিটি বেসরকারি ও মিনিবাসে জিপিএস সিস্টেম লাগাচ্ছে। এর ফলে সরকারের খরচ হচ্ছে ৩৮ লক্ষ টাকা। এই অ্যাপের মাধ্যমে বাসের সঠিক অবস্থান জানতে পারবেন যাত্রী।
কলকাতায় আনুমানিক ৯২৫টি রুটে বাস চলে, যার মধ্যে ২৬০টি রুটে বাস চালায় রাজ্য পরিবহণ দপ্তর। বাকি ৬৬৫টি রুটে আনুমানিক ৩৮৫২টি বেসরকারি ও ১৬৮৬টি মিনিবাস চলে।
প্রতিদিন ৬০০০ বাস চলাচল করে কলকাতার রাস্তায়। এর মধ্যে ১০০০ থেকে ১৫০০টি সরকার চালিত বাস। এখনও পর্যন্ত মোট ১২.৫ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন।
Source: Ei Samay