Latest News

April 20, 2016

North 24 Parganas: On a growth track

North 24 Parganas: On a growth track

The district of Nadia has faced unprecedented development. in the last four and a half years. Eighty-six per cent of the people have benefited from the numerous government schemes introduced in the district.

Administration

  • Bashirhat is being developed as a separate district
  • Police commissionerates has been set up for Bidhannagar and Barrackpore

 

Health and Family Welfare

  • 12 fair-price medicine shops opened
  • 4 fair-price diagnostic centres set up

 

Education

  • Ramakrishna Mission Vivekananda Centre for Human Excellence Social Sciences being developed in Rajarhat at a cost of Rs 175 crore
  • 2 industrial training institutes (ITIs) established in Bagda and Haroa
  • Gaighata PR Thakur Government College and New Town Government College in Rajarhat established

 

Agriculture

  • 4.55 lakh (98%) agriculture-dependent families have received Kisan Credit Cards
  • 8 Krishak Bazaars set up

 

Panchayat and Rural Development

  • Under the 100 Days’ Work Scheme, more than 4.83 lakh man-days have been created at a cost of R. 1,095 crore
  • 656 km of roads built

 

Minority Welfare

  • More than 6.85 lakh students have received scholarships worth Rs 119 crore
  • Around Rs 39 crore has been disbursed amongst the youth to create self-employment

 

Backward Classes Welfare and Adivasi Development

  • Almost 1.23 lakh students are receiving assistance under Shikshashree Scheme

 

Women and Child Development

  • 3.53 lakh girl students are getting benefits under Kanyashree scheme

 

Khadya Sathi

  • Around 61 lakh people are getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • 100-acre Industrial Growth Centre being developed in Rishi Bankim Industrial Park in Naihati
  • 11 clusters of micro, small and medium enterprises (MSMEs) developed

 

PWD and Transport

  • The PWD department has completed 224 projects at a cost of Rs 1,423 crore
  • 920 km of roads have been built/renovated/restored in the district

 

Power

  • Under the Sobar Ghore Alo Scheme, 100% rural electrification has been done
  • 132 KV gas-insulated sub-stations (100 MVA powered) are operational

Irrigation

  • 113 km of dams fortified

 

Public Health Engineering

  • 43 water-based projects completed at a cost of Rs 132 crore

 

Labour

  • Under the State Assisted Scheme of Provident Fund for Unorganised Workers, almost 5.6 lakh workers registered
  • More than 21,000 people registered under the West Bengal Transport Worker’s Social Security Scheme

 

Self-Help Groups (SHGs)

  • Under the Anandadhara Scheme, 4,800 self-help groups have been created
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi 8,500 developmental projects sanctioned worth Rs 48 crore

 

Urban Development

  • Around Rs 1,100 crore spent on developmental work for 25 municipalities

 

Information and Broadcasting

  • 2,000 folk artistes are getting a retainer fee and pension

 

Housing

  • Around 10,000 homes built for the economically weak under Gitanjali Scheme

 

Sports and Youth Affairs

  • Rs 28 crore spent on renovating Vivekananda Yuva Bharati Stadium

 

Relief and Rehabilitation

  • Permanent relief shelters built in Baogachi and Kashipur in Habra-1 block and in Bidhannagar

 

Sundarbans Development

  • 174 km of roads and 29 jetties ha built, covering eight blocks

North 24 Parganas has seen a lot of development over the last four-and-a-half years. It has progressed on all aspects of governance.

 

উত্তর ২৪ পরগনা জেলার উন্নয়নের খতিয়ান

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই উত্তর ২৪ পরগনা  জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৬ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বরাষ্ট্র :

প্রশাসনিক সুবিধার্থে বসিরহাট নতুন জেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলায় নতুন থানা হিসাবে বিধাননগর মহিলা থানা, ব্যারাকপুর মহিলা থানা ও বারাসাত মহিলা থানা এবং মধ্যমগ্রাম থানা, দত্তপুকুর থানা, শাসন থানা ও নিউ ব্যারাকপুর থানা স্থাপন করা হয়েছে। বসিরহাটকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে ।

স্বাস্থ্য পরিবার কল্যান :

জেলায় ১২টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। এগুলি নির্মিত হয়েছে বারাসাত জেলা হাসপাতাল , সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল , ভাটপাড়া , হাবড়া , বরানগর , পানিহাটি , সল্টলেক , অশোকনগর , বসিরহাট , বনগাঁ , ব্যারাকপুর ও নৈহাটি হাসপাতালে ।

৪টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র – বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট ও সাগরদত্ত হাসপাতালে চালু হয়ে গেছে।

শিক্ষা :

যুব সমাজের চরিত্র গঠন ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে রাজারহাটে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে, স্বামীজির স্মৃতি বিজড়িত শিকাগো আর্ট ইন্সটিটিউটের আদলে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স এন্ড সোশাল সায়ন্সেস -বিবেক তীর্থ গড়ে তোলা হচ্ছে।

গাইঘাটায় পি.আর. ঠাকুর গভ: কলেজ এবং রাজারহাটে নিউটাউন গভ: কলেজ স্থাপন করা হয়েছে, ক্লাসও শুরু হয়ে গেছে।

বাগদা ও হাড়োয়া ব্লকে গড়ে তোলা হয়েছে ২টি নতুন আই.টি.আই।

কৃষি, ভূমি সংস্কার, মৎস্য পশুপালন :

এই জেলার প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার (৯৮%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

জেলায় ৮টি কিষাণ মান্ডি তৈরী হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে ১০৯৫ কোটি টাকা ব্যয় করে ৪ কোটি ৮৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৬৫৬ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।

সংখ্যালঘু উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে, ৬ লক্ষ ৮৫ হাজারেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১১৯ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ৩৯ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

প্রায় ১ লক্ষ ২৩ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

নারী শিশু উন্নয়ন :

উত্তর ২৪ পরগনা জেলায় ৩ লক্ষ ৫৩ হাজারেরও বেশি ছাত্রী কন্যাশ্রী সুবিধা পাচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী – খাদ্য সাথী :

জেলায় প্রায় ৬১ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প :

১০০ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার গড়ে উঠেছে। এখানে  প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং ৫০০০ মানুষের কর্মসংস্থান হতে চলেছে।

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১১টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।

পূর্ত পরিবহন :

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ সহ ২৮৯টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২২৪টি প্রকল্পের কাজ প্রায় ১৪২৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৯২০ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সমাপ্ত হয়েছে।

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি :

সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় সবার ঘরে আলোঞ্চ প্রকল্পে গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে।

জনস্বাস্থ্য কারিগরী :

বিগত সাড়ে চার বছরে ৯৩টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১৩২ কোটি টাকা ব্যয়ে ৪৩টির কাজ সমাপ্ত হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :

আনন্দধারা প্রকল্পে ৪৮০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৪৪০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে সাড়ে ৮ হাজার উদ্যোগ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৮ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর নগরোন্নয়ন :

জেলায় ২৫টি মিউনিসিপালিটি সাড়ে চার বছরে প্রায় ১১০০ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৪৮ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ২ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ১০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

উত্তর ২৪ পরগনা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৯ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ১০ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে। বাকি বাসস্থান আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

ক্রীড়া যুব কল্যান :

প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে বিবেকান্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার কাজ সুসম্পন্ন হয়েছে।

ত্রাণ পুর্নবাসন

জেলায়  ত্রাণ ও পুর্নবাসন দপ্তরের ৩টি নতুন প্রকল্পের উদ্বোধন  করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন :

বিগত চার বছরে সুুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক উত্তর ২৪ পরগনা জেলার ৮টি ব্লকে ১৭৪ কিমি রাস্তা তৈরী হয়েছে। ২৯টি জেটি তৈরী করা হয়েছে জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরনের লক্ষ্যে। বর্তমানে ১৯৪ কিমি রাস্তার ও ১৪টি জেটির কাজ চলছে।

 

Image source: Wikipedia