Latest News

April 4, 2016

New strides in the development of Adivasis

New strides in the development of Adivasis

Here are some of the notable achievements of the Tribal Development Department:

  • Scholarships to ST students increased from 15,31,444 during 2007-2011 to 17,75,941 during 2011-2015.
  • Caste certificates issued to STs increased from 1,55,784 during 2007-2011 to 2,99,193 during 2011-2015.
  • Online processing and issuance of caste certificates is now operational in 61 out of 66 sub-divisions. The average number of ST certificates issued per year has gone up to more than 70,000 as compared to only 35,000 prior to 2011.
  • Time taken to process caste certificate reduced from eight weeks to four weeks
  • Shikshashree Scheme for scholarships introduced for ST students of class V to VIII. More than 2.4 lakh ST students have benefitted so far.
  • To promote mobility and reduce drop-outs, the Department has introduced a scheme of providing bicycles to all girl students of class IX-XII in 23 blocks affected by left-wing extremism (LWE). During the last four years, 95,000 bicycles have been distributed.
  • Old-age pension of Rs 1000 per month is being paid to 1.32 lakh ST BPL (below poverty line) beneficiaries above 60 years
  • Several tribal boards formed for the welfare and development of their respective communities: Mayel Lyang Lepcha Development Board, Mangar Development Board, Tamang Development and Cultural Board and Sherpa Cultural Board.
  • The Department has introduced special coaching for Joint Entrance Examination in 16 centres. The Department is also providing engineering/medical books for the first year to all successful candidates.
  • Aspirants among the ST communities for IAS/WBCS examinations are sponsored by the State Government to attend training courses both at Delhi and at ATI.
  • Emphasis has been accorded for creating employment opportunities through skill development in various sectors. In the last three years, job and self-employment opportunities have been extended to more than 5,000 candidates. ‘Ethnic Beauty Care,’ an innovative scheme for training in beauty and personal care, has opened up new options for livelihood as beauticians for more than 1,700 women from the scheduled tribe communities in rural areas.
  • A large numbers of rejected claims for pattas, as a part of Forest Rights Act, 2006, revisited, and an additional 8,317 pattas distributed

These initiatives have significantly benefitted the tribal communities of the State and have created extensive opportunities for them to advance in all spheres of life.

আদিবাসীদের উন্নয়নে নতুন অগ্রগতি

এখানে আদিবাসী উন্নয়ন পর্ষদের কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপঃ  

  • ২০০৭-২০১১ সালে ১৫,৩১,৪৪৪ জন ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছিল, ২০১১-২০১৬ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭,৭৫,৯৪১।
  • ২০০৭-২০১১ সালে ১,৫৫,৭৮৪ জন ST ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ২০১১-২০১৫ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,৯৯,১৯৩ জন।
  • ৬৬টি সাব-ডিভিশনের মধ্যে ৬২টি সাব-ডিভিশনে অন-লাইন আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। ২০০৭-১১ বর্ষের ১১.৩৪ লক্ষ জনের তুলনায় ২০১১-১৫ সময়সীমায় ৪৫ লক্ষ মানুষকে জাতি শংসাপত্র দেওয়া হয়েছে।
  • বর্তমানে পেতে ৮ সপ্তাহের বদলে ৪ সপ্তাহের মধ্যেই জাতি শংসাপত্র পাওয়া যায়।
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের লক্ষ্যে শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৩.৪ লক্ষ SC এবং ২.৪ লক্ষ ST ছাত্রছাত্রী উপকৃত হয়েছে।
  • স্কুলছুটের সংখ্যা কমানোর জন্য একটি নতুন প্রকল্প ‘সবুজ সাথী’ চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ২৩ টি ব্লকের দশম থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। গত চার বছরে প্রায় ৯৫০০০ সাইকেল প্রদান করা হয়েছে।
  • দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ১.৩২ লাখ তপশিলি উপজাতিদের (বিপিএল তালিকাভুক্ত) ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হয়েছে।
  • উপজাতি উন্নয়ন বিভাগের অধীনে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করা হয়েছে। এগুলি হল মায়েল ল্যাং লেপচা উন্নয়ন পর্ষদ বোর্ড, মঙ্গর উন্নয়ন পর্ষদ বোর্ড, তামাং উন্নয়ন পর্ষদ ও সাংস্কৃতিক বোর্ড এবং শেরপা সাংস্কৃতিক বোর্ড।
  • ১৬টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিশেষ কোচিং সেন্টার চালু হয়েছে। সফল ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের বই দেওয়া হচ্ছে।
  • আইএএস / ডবলু বি সি এস পরীক্ষার জন্য ST সম্প্রদায়ের আগ্রহী ছাত্রছাত্রীদের দিল্লি ও এ টি আই তে সরকারি প্রশিক্ষণের জন্য পাঠায় রাজ্য সরকার।
  • ৮,৩১৭ টি অতিরিক্ত জমির পাট্টা দেওয়া হয়েছে এবং পূর্বে বাতিল হয়ে যাওয়া বহুসংখ্যক পাট্টার পুনর্বিবেচনা করা হয়েছে।

এইসব উদ্যোগের মাধ্যমে সমগ্র অনগ্রসর ও আদিবাসী জনজাতি মানুষরা অনেক উপকৃত হয়েছেন।