Latest News

August 30, 2017

New initiatives taken by Bengal Govt to encourage apiculture

New initiatives taken by Bengal Govt to encourage apiculture

After the jute and handloom industries, it is now the turn of the beekeepers to benefit from the Bengal Government’s people-centric policies. Chief Minister Mamata Banerjee has, over the last six years, done a lot for promoting the traditional livelihood avenues in order to save and sustain the heritage of the state.

Apiculture is an age-old method of earning a livelihood in the state. Bees also play a vital role in conserving nature as they are the essential elements in the pollination and through it, the reproduction of plants.

Every year, the third Saturday of August is celebrated as World Honey Bee Day. To celebrate the occasion, the State Department of Food Processing Industries and Horticulture held an awareness programme about the crucial role honey bees play in maintaining the balance of nature, and also an exhibition.

The State Government has chalked up plans to make the women-based self-help groups and those involved in the 100 Days’ Work Scheme take to apiculture as a viable source of income. The government is also taking steps to stop the sale of fake honey.

Bengal is the second-highest honey-producing state in the country. Opportunities exist for the state to export honey and products made from honey.

 

মৌ -পালনের নয়া উদ্যোগ সরকারের

পাট ,তাঁত শিল্পের পর এবার রাজ্যে মৌ -পালনের বিষয়ে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। মানবজাতি রক্ষার্থে একান্ত প্রয়োজনীয় মৌমাছি সংরক্ষণ।

প্রতি বছর আগেস্টর তৃতীয় সপ্তাহের শনিবার পালিত হয় ‘ বিশ্ব মৌমাছি দিবস ‘। তাই এই দিনটি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দফতরের উদ্যোগে একটি সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মূলত , মৌমাছি সংরক্ষনের মাধ্যমে মানবজাতির ওপর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য।
এইদিন অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও ১০০ দিনের কর্মীদের মৌপালনের উদ্যোগে সামিল করার প্রস্তাব রাখেন। এছাড়াও তিনি জানান ‘ মৌচাষ বৃদ্ধি ও তার সংরক্ষণ নিঃসন্দেহে একটি সচেতনমূলক কাজ ।

আমাদের রাজ্যে মধু চাষের সুযোগ অনেক বেশি। মৌচাক থেকে শুধু মধু সংগ্রহই নয় উৎকৃষ্ট মানের শাক -সবজি ও ফল পাওয়ার জন্য পরাগ সংযোগেও মুখ্য ভূমিকা পালন করে মৌমাছি। তবে অনেক সময় দেখা যায় কৃষকরা মৌমাছির বিষয়ে ভুল ধারণার বর্শবর্তী হয়ে পরাগ সংযোগে বাধা সৃষ্টি করে। তবে এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই বিভিন্ন জেলা ও ব্লক স্তরে সচেতনতা দিবস ,প্রশিক্ষণ শিবির ও সমীক্ষার ব্যবস্থা করা হবে।

মধু উৎপাদনে দেশে দ্বিতীয় এই রাজ্য। মধু ছাড়াও মধুজাত দ্রব্য থেকে উৎপাদিত দ্রব্য থেকে রফতানির সুযোগ আছেই এই রাজ্য।

 

Source: Khabar 365 Din