সাম্প্রতিক খবর

মার্চ ৫, ২০১৯

নন্দীগ্রামে কাজ শুরু হল ৭০০ কোটির জল প্রকল্পের

নন্দীগ্রামে কাজ শুরু হল ৭০০ কোটির জল প্রকল্পের

আবারও কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিকে নোনা জল বেষ্টিত নন্দীগ্রামের বাসিন্দাদের জন্য পরিস্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাইপবাহিত পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য সেই প্রতিশ্রুতি গত ৮ ফেব্রুয়ারি হওয়া টেন্ডারের মধ্যে দিয়ে এখন বাস্তবায়নের পথে।

রূপনারায়ণ নদ থেকে জল তুলে ট্রিটমেন্ট প্ল্যান্টে তা পরিস্রুত করার পর রাখা হবে দু’টি গ্রাউন্ড লেভেল স্টোরেজ রিজার্ভারে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তা পৌঁছে যাবে নন্দীগ্রামের ঘরে ঘরে। আগামী ২০২০ সালের মধ্যেই নন্দীগ্রামের প্রতিটি নাগরিকের জন্য দৈনিক ৭০ লিটার নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণ করা হবে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সাহায্যে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লকের জন্য মেগা জল প্রকল্পটি। উপকৃত হবেন প্রায় আড়াই লক্ষ মানুষ।

গত ডিসেম্বরের গোড়ার দিকে বাজকুলে এক সরকারি অনুষ্ঠান থেকে জলপ্রকল্পের শিলান্যাস করেছিলেন তিনি। তার দু’মাসের মধ্যেই টেন্ডার করে প্রকল্পের কাজের সূচনা হয়েছে। প্রতিদিন ১১২ মিলিয়ন লিটার জল পরিস্রুত করতে পারে, এমন একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে নন্দীগ্রামের জন্য।