সাম্প্রতিক খবর

মে ২৮, ২০১৮

বিশ্ব বাংলার দৌলতে আবারও জনপ্রিয় হচ্ছে মসলিন

বিশ্ব বাংলার দৌলতে আবারও জনপ্রিয় হচ্ছে মসলিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আবারও জনপ্রিয় হচ্ছে মসলিন। দিল্লী ও বাংলায় অবস্থিত বিশ্ব বাংলার বিপণীগুলিতে হুহু করে বেড়ে চলেছে মসলিনের চাহিদা।

উৎপত্তি ঢাকায় হলেও, সারা বাংলার গর্ব এই মসলিন। খুব ভালো মানের তুলো থেকে মসলিন তৈরী করা হয়। আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় মসলিনকে।

বিশ্ব বাংলার বিপণীতে খুব চাহিদা এই সব মসলিনের কাপড়ের। শাড়ি, রুমাল, ছেলেদের শার্ট – রকমারি সম্ভার এই বিপণিগুলিতে। এমনকি মেয়েদের গহনারও খুব চাহিদা। এর পাশাপাশি মসলিন শিল্পীরা বিভিন্ন রঙের কুর্তা, পাজামা, কুর্তি, বিছানার চাদরও তৈরী করছে।

২০১১তে ক্ষমতায় আসার পর রাজ্য সরকার মসলিন শিল্পীদের উন্নয়নের জন্য চালু করেছেন নানা প্রকল্প। আনুমানিক ৩০০ পরিবার এই শিল্পের সাথে যুক্ত। তাদের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। নদীয়াতে একটি মসলিন হাব তৈরী করা হয়েছে। কলকাতার দক্ষিণাপন শপিং সেন্টারে ‘ক্লাব মসলিন’ নামে একটি বিপণী কেন্দ্র খোলা হয়েছে।