Latest News

April 13, 2016

Murshidabad: Marching ahead

Murshidabad: Marching ahead

In the last four-and-a-half years, the Trinamool Congress Government has brought about a huge surge of development in West Bengal, and Murshidabad has reaped its benefits as well. Almost 8.5 crore people inthe district now have access to some government service. The people’s expectations have been fulfilled to a large extent.

 

Health and Family Welfare

  • Five fair-price medicine shops set up in Murshidabad Medical College and Hospital, and Lalbag, Jangipur, Kandi and Domkol Sub-Divisional Hospitals.
  • One fair-price diagnostic centre set up in Murshidabad Medical College and Hospital
  • Four sick newborn care units (SNCUs) set up – in Murshidabad Medical College and Hospital, Baharampur Matri Sadan, and Jangipur and Kandi Sub-Divisional Hospitals.
  • 25 sick newborn sensitisation units (SNSU) set up

 

Education

  • Three industrial technical institutes (ITIs) have come up in Raninagar-1, Raghunathganj-1 and Shamsherganj blocks.
  • Polytechnic college has started operations in Jangipur.
  • Constructions of model schools completed in Khargram, Shamsherganj, Raghunathganj-2, Suti-1, Suti-2, Bharatpur-2 and Kandi blocks.
  • Bicycles under the Sabuj Sathi Scheme distributed to 1.87 lakh school children

 

Agriculture, Land Reforms

  • Kisan Credit Crads distributed to 7.22 lakh farmer families, which represents 100% of all families involved in farming.
  • Krishak Bazaars set up in 21 places in the district.

 

Panchayat and Rural Development

  • 100 Days’ Work Scheme: Rs 926 crore spent to create 8.28 lakh work-days
  • The State Government has facilitated the construction of 775 km of roads as part of the Grameen Sadak Yojana

 

Minority Development

  • About 11.2 lakh students given scholarships worth Rs 224 crore
  • Rs 131 crore given to unemployed youth from minority communities to encourage them to create self-employment opportunities

 

Backward Classes and Adivasi Development

  • Under the Shikshashree Scheme, more than 46,000 students from the backward classes getting scholarships

 

Women and Child Development

  • 2.85 lakh girl students covered under the Kanyashree Scheme till now

 

Khadya Suraksha and Khadya Sathi

  • More than 56 lakh people in Murshidabad district getting foodgrains at Rs 2 per kg

 

Industry

  • Eighteen MSME (micro, small and medium enterprises) clusters set up, as a result of which about 5 lakh people are now employed
  • Two industrial estates established in Baharampur and Rejinagar

 

PWD and Transport

  • 204 projects completed, by spending Rs 600 crore, as a result of which 30 lakh people have benefitted
  • 656 km of roads built/renovated/rebuilt/widened

 

Power

  • WBPDCL’s first 500 MW thermal power plant has started production in Sagardighi

 

Irrigation

  • 150 km of irrigation dam conservation completed
  • Kandi Masterplan: This major irrigation project is worth Rs 439 crore. 1740 km of dam strengthening work, to prevent flooding, has been completed. The rest 4700 km is going to be completed soon.

 

Public Health Engineering

  • 73 drinking water projects have been completed in the district, benefitting about 18.5 lakh people.

 

Tourism

  • Motijheel Tourism Destination: This major tourism project of the State Government has put Motijheel, and in turn, the entire district on the tourist map of the country. A large number of infrastructural developments related to tourism have taken place in Motijheel and its surrounding areas. The area has been designated as a ‘Prakriti Tirtha.’

 

Labour

  • Social security schemes: 3.71 lakh people have been covered under State-Assisted Schemes of Provident Fund for Unorganised Workers (SASPFUW), 2 lakh under Building and Other Construction Workers Act (BOCWA) scheme and 22,000 under West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS).

 

Self-Help Groups

  • 6,300 self-help groups (SHGs) have been formed under the Anandadhara Scheme.

 

Urban Development

  • The civic governing body of Domkol has been made into a municipality, thus giving it greater resources to develop the town.

 

Information and Culture

  • About 3,500 folk artistes in the district of Murshidabad are getting retainer fees and pension to aid in their well-being and development.

 

Housing

  • 8,500 houses have been built for the homeless under Gitanjali and other government schemes in the district.

 

Youth Affairs and Sports

  • Baharampur Stadium has been renovated at a cost of Rs 2 crore

 

Home Affairs

  • Baharampur Women Police Station and Shantipur Police Stattion have been set up to improve the security for the people.

 

The district of Murshidabad has benefitted immensely from the Trinamool Congress-led government. It is doing well in most aspects of governance now.

 

মুর্শিদাবাদ জেলায় উন্নয়নের জোয়ার

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে বিগত সাড়ে চার বছরে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮০ শতাংশের বেশি মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে গেছে।

 

স্বাস্থ্য

  • ৫টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান – মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, লালবাগ, জঙ্গিপুর, কান্দি ও ডোমকল মহকুমা হাসপাতালে চালু হয়ে গেছে।
  • জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৩ লক্ষেরও বেশি মানুষ ৯ কোটি টাকা ছাড় পেয়েছেন।
  • ১টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।
  • এই জেলায় ৪টি SNCU এবং ২৫টি SNSU  চালু হয়ে গেছে।
  • ১টি CCU এবং ২টি HDU চালু হয়ে গেছে।
  • সাগরদীঘি ব্লকে একটি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল নির্মিত হয়েছে। জঙ্গিপুর ও ডোমকলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে।

 

শিক্ষা

  • ৫টি আইটিআই তৈরি হচ্ছে, জঙ্গীপুরে পলিটেকনিক কলেজ চালু হয়েছে। ৪টি মডেল স্কুল, চালুহয়েছে।
  • বিগত সাড়ে চার বছরে ২৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৫২৯টি উচ্চ প্রাথমিক বিধ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • সব স্কুলে মিড ডে মিল চালু হয়ে গেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

কৃষি ও ভূমি সংস্কার

  • প্রায় ৭ লক্ষ ২২ হাজার কৃষিজীবী পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
  • জেলায় ২১টি কিষাণ মাণ্ডি তৈরি হয়েছে, এর মধ্যে ১৮টি চালু হয়ে গেছে।
  • ৮ হাজারেরও বেশি ভূমিহীনকে পাট্টা প্রদান করা হয়েছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে ৯২৬ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ২৮ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ৭৭৫ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।
  • গত সাড়ে চার বছরে প্রায় ৫১ হাজার ইন্দিরা আবাস ঘর করা হয়েছে।
  • জেলায় নির্মল বাংলা মিশন প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ২ লক্ষ শৌচাগার নির্মিত হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • বিগত সাড়ে চার বছরে ১১ লক্ষ ২০ হাজারের বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ২২৪ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে।
  • স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৩১ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।
  • ৩টি কর্মতীর্থ নির্মাণের কাজ শেষ হয়েছে
  • এই জেলায় সবার ঘরে আলো প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হবে।

 

সেচ

  • ১৬০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ৪৩৯ কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

  • বিগত সাড়ে চার বছরে ৫৮৩ কোটি টাকা ব্যয়ে ১২৯টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৭৩টি প্রকল্পের কাজ সমাপ্র হয়ে গেছে।
  • আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণের মোকাবিলায় ৪টি Surface Water Based Project রূপায়িত হয়েছে।

 

পর্যটন

মোতিঝিল ট্যুরিজম ডেসটিনেশন – পর্যটন শিল্পের উন্নয়নের পক্ষে মতিঝিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রকৃতি তীর্থ।

 

অনগ্রসর কল্যান ও আদিবাসী উন্নয়ন

  • ৪৬ হাজারের বেশি ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • বিগত সাড়ে ৪ বছরে এই জেলায় ৪ লক্ষ ৩ হাজারেরও বেশি জনজাতি সংশাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন

  • এই জেলায় প্রায় ২ লক্ষ ৮৫ হাজার ছাত্রী কন্যাশ্রী আওতায় এসেছে।
  • এই জেলায় ৩ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হয়েছে।
  • বর্তমানে অপুষ্ট শিশুর সংখ্যা ৬০০০ থেকে কমে ১৫০০ –র কাছাকাছি নেমে এসেছে

 

খাদ্য সুরক্ষা – খাদ্য সাথী

এই জেলায় ৫৬ লক্ষেরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

 

শিল্প

  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৮টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে।
  • বহরমপুর ও রেজিনগরে ২তি শিল্পতালুক গড়ে উঠেছে।
  • ক্ষুদ্র শিল্পে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ২৫৮০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে
  • মুর্শিদাবাদ জেলার সব ব্লকে মসলিন প্রকল্প শুরু হয়েছে

 

পূর্ত ও পরিবহণ

  • এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৬৫৬ কিমি রাস্তা নির্মাণ/ পুনর্নির্মাণ ও সংস্করনের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০৪টি প্রকল্পের কাজ শেষ হয়েছে।
  • ৪৫ কোটি টাকা প্রকল্প ব্যয়ের বহরমপুর থেকে কান্দি, রাস্তা সংস্কারের কাজ রূপায়িত হচ্ছে।

 

বিদ্যু९ ও অচিরাচরিত শক্তি

সাগরদীঘি তাপবিদ্যু९ কেন্দ্রের ৩ নং ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এছাড়া ৬০০০ কোটি টাকা ব্যয়ে সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও ২টি ইউনিট স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।