মে ২৮, ২০১৮
উন্নত পরিকাঠামোর সুফল - সুন্দরবনে পর্যটনের জোয়ার

তৃণমূল কংগ্রেস পরিচালিত মা, মাটি, মানুষের সরকার গত সাত বছর ধরে সারা রাজ্যজুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞে ব্রতী হয়েছে তার সুফল পাচ্ছে সুন্দরবন। পরিকাঠামোর প্রভুত উন্নতির ফলে সুন্দরবন এলাকায় পর্যটকের সংখ্যা বেড়েছে বহুগুণ। আগে যেখানে শুধুমাত্র বছরে হাতগুনতি কিছু মাসে সুন্দরবনে পর্যটক আসত, সেখানে এখন বছরভর পর্যটকের ভিড় লেগে থাকে এখানে।
উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, তৈরী হয়েছে কালভার্ট, ওয়াচ টাওয়ার। নজর দেওয়া হয়েছে সুরক্ষিত এলাকা ও সৈকতের উন্নতিতে। ফলস্বরূপ সুন্দরবন আজ আরও আকর্ষণীয়। পর্যটন শিল্পের উন্নতির ফলে সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষ লাভবান হচ্ছেন।
শুধুমাত্র পরিকাঠামো উন্নয়ন নয়, প্রতিকূল আবহাওয়ার আগাম সতর্কবার্তা সঠিক সময়ে দেওয়ার ফলে স্থানীয় মানুষ ও পর্যটক দুই-ই লাভবান হচ্ছেন। একই সঙ্গে জলপথে যোগাযোগ ব্যবস্থারও উন্নতিসাধনের কাজ হাতে নেওয়া হয়েছে। নদীর ঘাটগুলির সংস্কার করা হয়েছে এবং তাঁর সাথে সমান তালে বিভিন্ন দ্বীপগুলির মধ্যে যোগাযোগ বাড়াতে অনেক সেতু গড়া হয়েছে।
পর্যটকদের আকর্ষিত করতে রাজ্য সরকার নিয়েছে বিভিন্ন উদ্যোগও। যেমন, আগস্ট- সেপ্টেম্বর মাসে এই এলাকায় ‘ইলিশ উৎসবের’ আয়োজন করা হয়।
সুন্দরবনে জনপ্রিয় বেড়ানোর স্থানগুলির মধ্যে রয়েছে গোসাবার হ্যামিল্টন বাংলো, পীরখালি, দোবাকি ওয়াচ টাওয়ার, সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার।