অক্টোবর ১৩, ২০১৯
রাজ্য সরকারের উদ্যোগে ক্ষুদ্র শিল্পে দেশের দিশারী বাংলা

গত আট বছরে বাংলা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এক অন্যতম শীর্ষ স্থানে পৌঁছে গেছে। ৯৫টি নতুন ক্ষুদ্র শিল্প শুরু হয়েছে বিগত আর্থিক বছরে। এর ফলে বাংলায় ক্ষুদ্র শিল্পের সংখ্যা ৪২৫ থেকে বেড়ে ৫২০ হয়েছে।
রাজ্য সরকারের উদ্যোগে ২০১১ সালে যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিটের সংখ্যা ছিল ৩৬.৬৪ লক্ষ, তা বর্তমানে বেড়ে হয়েছে ৯০ লক্ষ। এই বিপুল বৃদ্ধির ফলে মোট বিনয়োগ ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৫৫ হাজার কোটি টাকা।
২০১৮-১৯ সালে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২০৮৮৭ কোটি টাকা ঋণ এসেছে ২০১৮ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এই বৃদ্ধি ১৩ শতাংশ বেশী তার আগের বছরের তুলনায়।
বাংলা সরকারের উতসাহের ফলে তন্তুজের ২০১৮ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত বিক্রী হয়েছে ১৮১.৩৫ কোটি টাকার যা তার আগের বছরের একই সময়ের নিরিখে ২৮ শতাংশ বৃদ্ধি।
১৯৭৬ সালের ৩৮ কোটি টাকার ঋণের বোঝা কাটিয়ে মঞ্জুষা প্রথম ২০১৫-১৬ সালে ২.৩২ কোটি টাকার লাভের মুখ দেখে এবং বিক্রী হয় ৪৭.৪১ কোটি টাকার। এরপর থেকে ২০১৭-১৮ সালে ৫.৮৭ কোটি টাকা লাভ করে। ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত মঞ্জুষা বাণিজ্য করে ৭৬.৮৮ কোটি টাকা।
নিঃসন্দেহে বাংলা এখন উন্নয়নের দিশা দেখাচ্ছে।