সাম্প্রতিক খবর

অক্টোবর ১৭, ২০১৯

রাস্তার নজরদারি চালাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

রাস্তার নজরদারি চালাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

বাংলায় এই প্রথম রাস্তায় নজরদারি চলবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া ১-এ। পরে অ্যাকশন এরিয়া ২ ও ৩-এও শুরু হবে এই ব্যবস্থা।

যানে লাগানো ১৩০ ডিগ্রী নজরদারির ক্ষমতা সম্পন্ন জিপিএস যুক্ত ক্যামেরা নজর রাখবে রাস্তার হাল, অক্ষাংশ দ্রাঘিমার মাধ্যমে সেই তথ্য সঞ্চিত রাখবে সার্ভারে। ভিডিও অ্যানালিটিক্স করে সেই রাস্তার হাল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাস্তার গর্ত এবং একই ধরনের বিষয় ছাড়াও রাস্তার ধারে নির্মাণ সামগ্রী বোঝাই করা থাকলে, বেআইনি দোকান থাকলে, সেটার ওপরেও নজরদারি চালাবে এই ক্যামেরা। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের এআই কমিটি এই প্রযুক্তিকে বেছে নিয়েছে যা স্টার্ট আপ হিসেবে চালু হয়েছিল।