Latest News

December 22, 2016

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

‘Modi hatao, Desh bachao’ is our slogan: Mamata Banerjee

Trinamool Chairperson today came down heavily on the Narendra Modi government at Centre over the issue of demonetisation and said that a man who does not even trust his own countrymen, is not fit to lead the nation. She announced that Trinamool will launch statewide protests across 1 January and 8 January, 2017 with the slogan ‘Modi hatao, Desh bachao’.

Addressing the media after a meeting of the party’s core committee at Trinamool Bhavan, Mamata Banerjee said the Nadrendra Modi government has lost credibility and had no moral right to remain in office. “A person who started his career with riots, cannot govern the country,” she added.

Calling demonetisation the biggest scam since independence, Mamata Banerjee said it was a matter of concern that people were losing their trust on the banks. India is on the brink of an economic disaster, she added.

Upping the ante against the Centre, the Chairperson said, “They have modified their decision from dawn to dusk. Who is running the country? Alibaba and his four associates are bulldozing their opinion on the country.”

“We understood the dangerous effects of demonetisation and reacted in 40 minutes. Good others have joined. More will. Better late than never,” Mamata Banerjee said.

 

মোদি হাটাও দেশ বাঁচাও আমাদের স্লোগানঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আবারও নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন একজন মানুষ সরকার চালাচ্ছেন যে নিজের দেশের মানুষকেই বিশ্বাস করে না। তিনি ঘোষণা করেন যে আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করবে, স্লোগান হবে মোদি হাটাও দেশ বাঁচাও।

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, মোদি সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, “যিনি দাঙ্গার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছে তিনি দেশ চালাতে পারে না”।

স্বাধীনতার পর থেকে নোট বাতিল সবচেয়ে বড় কেলেঙ্কারি একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন “মানুষ ব্যাঙ্কের প্রতি বিশ্বাস হারাচ্ছে। এটা খুব চিন্তার বিষয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশ।সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনরাত ওরা নিয়ম বদল করছে, দেশটা চালাচ্ছে কে? আলিবাবা ও তাঁর চার সাঙ্গপাঙ্গ জোর করে নিজেদের মতামত দেশের ওপর চাপিয়ে দিচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোট বাতিলের বিপজ্জনক প্রভাবের কথা বুঝতে পেরে আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি।এখন আরও অনেকে বিরোধিতা শুরু করেছেন। বেটার লেট দ্যান নেভার”।