মার্চ ২৭, ২০১৯
কৃত্রিম উপগ্রহ নিয়ে মোদীর ভাষণের কড়া প্রতিক্রিয়া তৃণমূলনেত্রীর

নির্বাচনের আগে বিজ্ঞানীদের কৃতিত্বের ভাগ নিয়ে আত্মপ্রচারে ব্যস্ত মোদী৷ ট্যুইটারে আজ তীব্র ভাষায় মোদীর কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি বলেন, মহাকাশ গবেষণা ধারাবাহিক প্রক্রিয়া। বরাবরের মতো সব কৃতিত্ব নিতে চেয়েছেন মোদী। আসল কৃতিত্ব বিজ্ঞানী-গবেষকদের। এই ঘোষণা মোদির চুড়ান্ত নাটকীয়তার উদাহরণ। আত্মপ্রচারে ব্যস্ত মোদী। নিবার্চনের সময় রাজনৈতিক ফায়দা তুলতেই মোদীর এই ঘোষণা।
একইসঙ্গে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করে তিনি বলেন, এই ঘোষণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। কমিশনে এর বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি।
There is no great urgency in conducting and announcing the mission now by a government past its expiry date. It seems a desperate oxygen to save the imminent sinking of the BJP boat. We are lodging a complaint with the Election Commission. 4/4
— Mamata Banerjee (@MamataOfficial) March 27, 2019