Latest News

March 30, 2017

Bengal CM declares Mirik as sub-division

Bengal CM declares Mirik as sub-division

The Chief Minister declared Mirik a sub-division of Darjeeling district at an official programme today.  Mirik was earlier a block under the Darjeeling district.

Mirik is an important tourist destination and several lakh tourists visit the hill town every year for its beautiful lake.

During her speech, the Chief Minister said that earlier people had to commute for hours to Kurseong or Darjeeling for administrative work. Hailing the day as ‘historic’ she said she wants development for the Hills and employment for the youth.

She also commented that while the State Government has provided all help to GTA, they have even failed to renovate the Mirik Lake. The CM said that her thrust is on tourism and Bengal is incomplete without the Hills. “We do not believe in speeches. We believe in actions.,” Mamata Banerjee added.

 

মিরিককে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ মিরিককে দার্জিলিং জেলার মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মিরিক দার্জিলিং জেলার একটি ব্লক ছিল।

মিরিক একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর বহু পর্যটক এখানে বেড়াতে আসেন।

বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, আগে মানুষকে যেকোন সরকারী কাজের জন্য কার্শিয়াং, দার্জিলিঙে যেতে হত, এখন সেই সমস্যা মিটবে। আজকের দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা পাহাড়ের উন্নয়ন চাই, আমরা চাই পাহাড়ের যুবসম্প্রদায়ের কর্মসংস্থান হোক”।

তিনি আরও বলেন উন্নয়নের জন্য জিটিএ কে সব রকম সাহায্য করা সত্ত্বেও ওরা এখনও মিরিক লেক সংস্কার করেনি। রাজ্য সরকার পর্যটনে জোর দিচ্ছে, মহোম-ট্যুরিজম, ইকো- ট্যুরিজমেও জোর দেওয়া হয়েছে। লামাহাটায় পর্যটনের বিকাশ হয়েছে। টাইগার হিলে নতুন প্রকল্প শুরু হয়েছে। তাঁর কথায়, “ভাষণ নয়, কাজ করে দেখাতে হবে”।