Latest News

April 18, 2018

Master Plan for drinking water in fluoride-affected areas

Master Plan for drinking water in fluoride-affected areas

The Bengal Government has taken numerous measures to make drinking water available in every part of the State, and efforts are on towards achieving this. Piped Water Supply Schemes (PWSS) have been taken up across the State to make for healthy and happy lives.

The Public Health Engineering (PHE) Department Minister, in his departmental budget for financial year (FY) 2018-19, has outlined a number of measures to achieve self-sufficiency in generation, storage and distribution of drinking water.

 

Action plan for drinking water supply in fluoride-affected areas

A comprehensive action plan has been prepared for implementation in a phased manner in the 43 fluoride-affected blocks in the seven districts of Birbhum, Bankura, Uttar Dinajpur, Dakshin Dinajpur, Purulia, Malda and South 24 Parganas.

Piped Water Supply Schemes, with the water being sourced from either sub-surface river water or fluoride-free ground water aquifers, in the above-mentioned areas have already been commissioned, and different technological options for fluoride treatment are also being explored.

It is pertinent to mention two mega projects in Dakshin Dinajpur at Tapan and Gangarampur, being built at a cost of Rs 165.50 crore and Rs 145.01 crore respectively. They have been taken up to cover a population of 2.51 lakh and 2.38 lakh respectively.

 

ফ্লোরাইড মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকেই তৃনমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য জল সরবরাহে বদ্ধপরিকর।

পানীয় জল যাতে এই রাজ্যের সমস্ত প্রান্তে সুলভে পাওয়া যায় তার জন্য রাজ্য সরকার প্রচুর প্রকল্প শুরু করেছে।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় তার দপ্তরের ২০১৮-১৯ সালের বাজেটে পানীয় জল উৎপন্ন করা,তা সংরক্ষণ করা এবং সঠিক ভাবে বন্টন করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়েছেন।

ফ্লোরাইড কবলিত এলাকায় পানীয় জল সরবরাহের জন্য অ্যাকশন প্ল্যান

  • বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, মালদা ও দক্ষিণ ২৪ পরগণার ৪৩টি ফ্লোরাইড কবলিত ব্লকে ধাপে ধাপে পানীয় জল সরবরাহের জন্য একটি বিস্তারিত অ্যাকশন প্ল্যান তৈরী করা হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ১৫৮০ কোটি টাকা।
  • এই সকল ব্লকে নদীর উপ-ভূপৃষ্ঠস্থ বা ফ্লোরাইড মুক্ত জলস্তর থেকে জল নিয়ে পাইপের মাধ্যমে সরবরাহ করার প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে। এছাড়া ফ্লোরাইড ট্রিটমেন্টের জন্য বিভিন্ন প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে।
  • দক্ষিণ দিনাজপুরের তপন এবং গঙ্গারামপুরে দুটি বড় প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্প দুটিতে ব্যয় হচ্ছে যথাক্রমে ১৬৫.৫ কোটি ও ১৪৫.০১ কোটি টাকা। এর ফলে উপকৃত হবেন ২.৫১ লক্ষ এবং ২.৩৮ লক্ষ মানুষ।