সাম্প্রতিক খবর

মার্চ ২৫, ২০১৯

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে বাংলা

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত রাজ্য সরকারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দপ্তর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে, সঙ্গে বেড়ে চলেছে কর্মসংস্থান।

রাজারহাটে “বেঙ্গল সিলিকন ভ্যালি” নামক IT Hub গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। ২০১৮ সালের আগস্ট মাসে রাজারহাটে ২০০ একর গড়ে ওঠা গ্রীনফিল্ড বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের উদ্বোধন হয়।

টিয়ার ২ ও ৩ শহরগুলিতে ইতিমধ্যেই ১৭টি তথ্য প্রযুক্তি পার্ক গড়ে তোলা হয়েছে। এর মধ্যে ১৩টি তথ্য প্রযুক্তি পার্কে ৭০.৫৪% জমি ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা নিয়েছে।

রাজ্যে ১৯০টিরও বেশী তথ্য প্রযুক্তি সংস্থা ইতিমধ্যেই ৩০০০ সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সেক্টর ৫, কল্যাণীতে তিনটি (ফেজ ২), দুর্গাপুর (ফেজ ৩), বেলুড়, রাজারহাট (ফেজ ২), দার্জিলিং, কালিম্পঙে আরও নটি তথ্য প্রযুক্তি হাব গড়ে উঠছে।

রাজ্যে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির বাতাবরণ তৈরী করতে সোনারপুরে ১০ একর জমির ওপর হার্ডওয়্যার পার্ক গড়ে উঠছে।

বাংলায় ভারত নেট ফেজ ১-এ ২৬৩৯টি গ্রাম পঞ্চায়েত এবং ২৭৫টি ব্লক সদর দপ্তরকে ওএফসিতে সংযুক্ত করা হয়েছে।