Latest News

August 18, 2017

Mamata Banerjee’s speech at ‘Rising Bengal’ event

Mamata Banerjee’s speech at ‘Rising Bengal’ event

‘Rising Bengal’ is a very interesting concept. When I was told the name of the event, I felt ‘rising’ means ‘let us stand on our own feet and fight our battle’.

When I was the Railway Minister, I was asked why I do not raise the railway fares. I always maintained I have to take all sections of the society along – all castes, creeds, communities. So, as the Chief Minister, I have to do a ‘balancing act’. I have to balance industry with agriculture. I have to take care of the poor as well as industry. I have to take care of everyone

After 34 years of Left Front rule, we inherited a huge debt burden of Rs 1.78 lakh crore. Currently, we are reeling under the effects of demonetisation and GST.

The GDP of the country has come down from 8% (2015-16) to 7.8 % (2016-17). The GVA growth of the country came down from 8.7% in 2015-16 to 5.6%, during the last quarter of 2016-17. The GVA growth of industry during the fourth quarter of 2015-16 was 10.3% while that during the corresponding period of 2016-17 came down to 3.1%. Employment generation during 2011-13 was 12.8 lakh while during 2014-16 it came down to 6.4 lakh. Bank credit growth during 2015-16 was 10.3% while during 2016-17 it was only 5.1%.

If you compare the figures for India and West Bengal, the GVA growth for India was 7.3% while for Bengal it was 12.12%, the corresponding figures for growth in agriculture were 1.1% and 5.55%, in industry were 7.3% and 10.59%, and in the service sector were 9.2% and 13.99%, respectively. The growth for Index of Industrial Production (IIP) during 2011-12 was 0.94% while during 2016-17 it was 5.59%. The growth of Index of Industrial Production (IIP) general for Bengal in 2011-12 was 2.14% while during 2016-17 was 7.27%.

Despite the huge financial burden, we have excelled in the parameters of development, in the social parameters. Kanyashree is not like Beti Bachao, Beti Padhao, for which you have budgetary allocation of only Rs 100 crore for 29 States and 7 UTs, while for Kanyashree we have spent over Rs 5,000 crore. That is why we have received the UN Public Service Award. It is a real grassroots programme. As a result, institutional delivery in Bengal has increased hugely, the girl child dropout rate has been reduced and child marriage has been stopped.

The physical infrastructure growth in Bengal is 5.5% more than that in India, agriculture and allied sector growth is 3.5% more, even service sector growth is more than that of India’s. The per capita income of Bengal has doubled from approximately Rs 69,000 to approximately Rs 1.3 lakh in six years.

We have the advantage of social development, of land bank and land map, and of human capital. We have various social development projects. We have a roadmap for development.

We have to work for socially and economically-backward classes, the poor, the downtrodden and the minorities.

Investments in social and human capital are very important – they will give you adequate returns in the future, they will be the growth of the future. For example, the girl child will participate in the small and medium-scale industry.

Let us nurture our young generation and our girl children, and the weaker sections as well. The young are the future of the country, they are the assets of the country. Our asset is our human capital. Bengal is number one in human capital. We have got the first prize in skill development for four years. With respect to small scale industry and bank lending, Bengal is first. For five years continuously, we have got the first prize in agriculture. We have got awards for e-governance, e-tendering, e-processing and digitisation. We don’t speak much but work silently, and we have got the results. I believe that speech is silver while silence is golden. Talk less, work more – that is our motto and our vision. Thank you very much.

 

“রাইজিং বেঙ্গল” অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী

“রাইজিং বেঙ্গল” একটি অভিনব ও আকর্ষণীয় বিষয়। যখন এই অনুষ্ঠানের শীর্ষক’টি আমি শুনি, আমার মনে হয়েছিল, “নিজের পায়ে দাঁড়াই ও নিজের লড়াই নিজে লড়ি।”

আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমায় জিজ্ঞ্যস করা হত কেন আমি রেলের ভাড়া বাড়াই না? আমি সবসময় সব ধর্ম, সব জাতি, সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলেছি। মুখ্যমন্ত্রী হিসেবেও আমাকে সবসময় “ব্যালেন্সিং অ্যাক্ট” করতে হয়। আমায় শিল্প ও কৃষি’র ভারসাম্য বজায় রাখতে হয়, গরিবের পাশাপাশি শিল্পের ওপরেও নজর দিতে হয়। আমাকে সবকিছুর খেয়াল রাখতে হয়।

৩৪ বছরের বাম শাসনের পর আমাদের মাথায় ১.৭৮ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক বোঝা এসে পড়ে। আমরা এখন নোটবাতিল ও জিএসটি’র প্রকোপের মধ্যে রয়েছি।

২০১৫-১৬ সালের দেশের জিডিপি ছিল ৮ শতাংশ যা ২০১৬-১৭ সালে নেমে ৭.৮ শতাংশ হয়েছে। জিভিএ গ্রোথ ২০১৫-১৬ সালের ৮.৭ শতাংশের তুলনায় ২০১৬-১৭ তে ৫.৬ শতাংশতে নেমেছে। বছরের শেষ চতুর্থাংশে ২০১৫-১৬ সালে জিভিএ ছিল ১০.৩% যা ২০১৬-১৭ সালে হয় ৩.১%। কর্মসংস্থান ২০১১-১৩ সালে ছিল ১২.৮ লক্ষ যা ২০১৪-১৬ সালে কমে হয় ৬.৪ লক্ষ। ব্যাঙ্ক ক্রেডিট গ্রোথ ২০১৫-১৬ সালে ছিল ১০.৩% যা ২০১৬-১৭ তে কমে হয় ৫.১%।

সারা ভারতের সঙ্গে বাংলার জিভিএ তুলনা করলে দেখা যাবে ভারতের জিভিএ গ্রোথ ছিল ৭.৩% সেখানে বাংলার ১২.২%। কৃষিতে ভারতের গ্রোথ ১.১% সেখানে বাংলার ৫.১%। শিল্পতে গ্রোথ ভারতের ৭.৩% ও বাংলার ১০.৫৯%। আইআইপি-তে বাংলার ২০১১-১২ সালে ছিল ২.১৪% যা ২০১৬-১৭ তে বেড়ে হয়েছে ৭.২৭%।

এই অর্থনৈতিক বোঝা নিয়েও আমরা সকল মাপকাঠিতে এগিয়ে চলেছি। কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মত না। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে ২৯ টি রাজ্য ও ৭ টি কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। যেখানে কন্যাশ্রী প্রকল্পে আমরা ব্যয় করেছি ৫০০০ কোটি টাকা। সেই জন্য আমরা রাষ্ট্রসংঘের থেকে পুরস্কৃত হয়েছি। ইন্সটিটউস্যনাল ডেলিভারি বেড়েছে রাজ্যে। স্কুলছুটের হার ও বাল্য বিবাহ কমেছে উল্লেখযোগ্য ভাবে।

পরিকাঠামো উন্নয়নে রাজ্য ৫.৫% এগিয়ে দেশের তুলনায়। কৃষি ও সংলগ্ন ক্ষেত্রে ৩.৫% এগিয়ে, সার্ভিস সেক্টরেও অনেক এগিয়ে। মাথা পিছু আয় গত ৬ বছরে বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে ৬৯,০০০ টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা।
আমাদের জমি’র ব্যাঙ্ক আছে, জমি’র ম্যাপ আছে। সামাজিক উন্নয়ণের অনেক প্রকল্প আছে। আমাদের উন্নয়নের একটি সঠিক দিশা আছে।

সমাজের পিছিয়ে পড়া ও সংখ্যালঘু মানুষদের জন্য আমাদের কাজ করতে হবে। সমাজের কন্যা সন্তান, আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। সমাজের দুর্বল অংশকে শক্তিশালী করতে হবে। মানুষই আমাদের সম্পদ। স্কিল ডেভেলপমেন্টে আমরা পরপর ৪বছর পুরস্কার পেয়েছি। ই-গভেরনেন্সে, ই-টেন্ডারিং, ই-প্রসেসিং,ডিজিটালাইজেসন এও আমরা পুরস্কৃত হয়েছি। কৃষিতে আমরা পর পর পাঁচ বছর পুরস্কার পেয়েছি। কথা কম কাজ বেশী-এটাই আমাদের মন্ত্র।