সাম্প্রতিক খবর

মার্চ ৮, ২০১৯

দেশে জনগণের সরকার চাই, ইউনাইটেড ইন্ডিয়া সরকার চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

দেশে জনগণের সরকার চাই, ইউনাইটেড ইন্ডিয়া সরকার চাই: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার শেষে ধর্মতলার মঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

সারা ভারতবর্ষ জুড়ে লিঞ্চিংএর নামে দলিতদের ওপর, আদিবাসীদের ওপর, সংখ্যালঘুদের ওপর, মা-বোনেদের ওপর, কৃষকদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার আমরা তীব্র নিন্দা করি।

নোটবন্দীর সময় বলেছিল সন্ত্রাসবাদ ধ্বংস করার জন্য নোটবন্দী দরকার। উল্টে, সন্ত্রাসবাদ ২৬০ শতাংশ বেড়েছে মোদী বাবুর রাজত্বে।

সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের টাকা দিয়ে দলের কর্মীদের বাইক কিনে দেওয়া হচ্ছে।

রাফালের নথিপত্র নিরাপদ রাখতে পারেন না। দেশের আভ্যন্তরীণ নথিপত্র চুরি হয়ে যায়নি তো? দেশকে নিরাপত্তা দেবেন কি করে?

আগে থেকে ইন্টেলিজেন্স তথ্য থাকা সত্ত্বেও কেন পাঠানকোট হল? কেন উরি হল? কেন পুলোয়ামা হল? কেন এত জওয়ানকে জীবন দিতে হল?

দেশকে শেষ করে দেওয়া হয়েছে, ইতিহাস বদলে দেওয়া হয়েছে, ভূগোল বদলে দেওয়া হচ্ছে।

নির্বাচন বড় বালাই, তাই, এখন নতুন করে মিসাইলের চেহারা দেখাচ্ছে। নতুন করে যুদ্ধ যুদ্ধ খেলছে।

আপনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে। নতুন সরকার এসে উগ্রপন্থার মোকাবিলা করবে এবং কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবে।

আমাদের এটা শপথ – দেশের শান্তি, সম্প্রীতি, সংস্কৃতিকে আমরা রক্ষা করব।

আগামীদিন দরকার জনগণের সরকার, ইউনাইটেড ইন্ডিয়া সরকার।

ফাইল চিত্র