জুলাই ৪, ২০১৯
কলকাতা ও মাহেশে রথযাত্রা উৎসবে অংশ নেবেন মুখ্যমন্ত্রী

আজ কলকাতায় ইস্কন আয়োজিত রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি হুগলী জেলার মাহেশের রথযাত্রা উৎসবে অংশ নেবেন।
কলকাতার রথযাত্রা ইস্কন মন্দিরের উল্টোদিকে হাঙ্গারফোর্ড স্ট্রীট থেকে শুরু হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে। সেখানে ১২ই জুলাই অর্থাৎ উল্টোরথের দিন পর্যন্ত রথটি থাকবে। ব্রিগেডে দর্শনার্থীদের জন্য থাকবে জগন্নাথ দেবের দর্শনের ব্যবস্থা। থাকবে বিশেষ প্রসাদও।
মাহেশের রথযাত্রা বাংলার সবথেকে প্রাচীন ও বিশ্বের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হিসেবে পরিচিত।