July 19, 2017
Mamata Banerjee seeks to make Digha an even better tourist attraction

Bengal Chief Minister Mamata Banerjee conducted an administrative meeting at Digha last week. During the meeting the CM instructed the district administration to take up a number of initiatives to make Digha a better place for tourists.
She pointed out that the sea beach and its surrounding areas must be kept clean and tidy. She asked senior administrative officials to engage workers under the 100-day job guarantee scheme for this initiative.
The security of tourists visiting the beaches must be a top priority, as an increasing number of people have been visiting the Digha beach over the years. She also laid emphasis on increasing nulias (local divers), who often save people from being swept away by the currents while taking a dip in the sea.
Senior police officers in the district were instructed to deploy more police personnel on the beach to check untoward incidents. The CM asked the district administration to ensure that tourists do not face problems during their stay at Digha. She also urged the people to be cautious while bathing in the sea.
Digha has always been a thrust area of the Chief Minister, as a result of which a host of developmental projects have virtually transformed the area into a far better tourist destination than it had been before. The present government has also introduced a helicopter service between Kolkata and Digha.
দীঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও বেশী আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়
গত সপ্তাহে দীঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের জন্যও দীঘাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন।
তিনি একদম নির্দিষ্ট করে বলেন, সমুদ্রতট ও সংলগ্ন জায়গাকে সর্বদা পরিষ্কার রাখতে। উচ্চপদস্থ প্রশাসন আধিকারিকদের বলেন, এই কাজের জন্য ১০০ দিনের কাজে যুক্ত মানুষদের নিযুক্ত করতে।
যেহেতু প্রতি বছর দীঘায় পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে, তিনি বলেন, সমুদ্রতটে আসা পর্যটকদের নিরাপত্তাকে দিতে হবে অগ্রাধিকার। সমুদ্রে অনেকসময়ই অনেক বিপজ্জনক ঘটনা ঘটে থাকে, সেগুলো যাতে না ঘটে তাই তিনি নুলিয়াদের সংখ্যা বাড়ানোয় জোর দেন।
অনভিপ্রেত ঘটনা এড়াতে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্রতটে আরও বেশী পুলিশকর্মী নিযুক্ত করার। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন পর্যটকরা যাতে কোনোভাবে কোনও অসুবিধায় না পড়েন যতদিন তাঁরা দীঘায় থাকবেন। পর্যটকদের খুব সতর্ক থাকার অনুরোধ করেন সমুদ্রে স্নান করার সময়।
মুখ্যমন্ত্রী বরাবরই জোর দিয়েছেন দীঘার উন্নয়নে। দীঘার উন্নয়ন প্রকল্পের কল্যানে আজ দীঘা পেয়েছে এক অনন্য রুপ। এই সরকার কলকাতা ও দীঘার মধ্যে হেলিকপ্টার পরিষেবাও চালু করেছে।