অগাস্ট ২৩, ২০১৯

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আবারও কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।দেশের গণতন্ত্র বিপন্ন, এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নয়। এর আগেও তাঁর কবিতায় তা উঠে এসেছে।
২০১২-র বইমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কবিতা হল সময়ের আয়না। আমি সময়কে ধরে রাখতে কবিতা লিখে ফেলি।” এ দিন ফের একবার কবিতার মাধ্যমেই সময়কে ধরতে চাইলেন তিনি।
গতকাল সন্ধ্যায় দেশে গণতন্ত্রের অভাবের অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা লেখেন মুখ্যমন্ত্রী, নাম ‘ঠিকানা’।
Mamata Banerjee यांनी वर पोस्ट केले गुरुवार, २२ ऑगस्ट, २०१९
আজ সন্ধ্যায় মিডিয়ায় পোস্ট করা হয় তাঁর নতুন কবিতা ‘একদিন’।
Mamata Banerjee यांनी वर पोस्ट केले शुक्रवार, २३ ऑगस्ट, २०१९