Latest News

December 16, 2016

Mamata Banerjee inaugurates Kolkata Christmas Festival

Mamata Banerjee inaugurates Kolkata Christmas Festival

Park Street has been lit up for a fortnight-long Christmas celebration which was inaugurated today by Bengal Chief Minister Mamata Banerjee.

Mamata Banerjee flagged off the festival, being organized by the State Tourism department with Apeejay Surendra, by lighting a Christmas tree at Allen Park.

It will include a series of cultural programmes along with food stalls at the city’s party street that will continue till January 2. Every evening, there would be performances by city’s well known bands.

The department is also organising a tour to the colonial churches of Kolkata, Bandel and Chandernagore. The trips will include visits to churches for midnight mass. Those willing to visit the Danish, Portuguese and French churches at Hooghly will have the option of attending the midnight mass at Bandel Church.

 

আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্ক স্ট্রিট। আজ অ্যালান পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হল।

একই সঙ্গে ক্রিসমাস ট্রি আলোকিত করে সূচনা হয়ে গেল ক্রিসমাস ফেস্টিভালের। একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন খাবারের স্টল ও থাকছে এই উৎসবে। উৎসব চলবে ২রা জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক সন্ধ্যায় বিভিন্ন ব্যান্ড পারফর্ম করবে।

ক্রিসমাস ফেস্টিভালের পাশাপাশি প্রথমবার ক্রিসমাস ট্যুরেরও আয়োজন করেছে রাজ্য পর্যটন দপ্তর। ২৪ ডিসেম্বর রাতে কলকাতা, চন্দননগর ও ব্যান্ডেল চার্চ ঘোরানো ও প্রার্থনায় অংশগ্রহণেরও সুযোগ থাকবে এই প্যাকেজে।