April 16, 2016
We are not scared of the leaders from Delhi: Mamata Banerjee

Mamata Banerjee today addressed a huge gathering at Satyanarayan Park under Jorasanko constituency in Kolkata. She has covered most of the districts already. She urged the people not to pay heed to the smear campaign being spread by the opposition parties, rather judge the Mamata Banerjee government based on the development that has been done in the last four and a half years. She slammed the BJP-Congress-CPI(M) for only making personal attacks against her instead of commenting on her performance.
She highlighted the work she had done for the area – creation of a police station and a fire brigade. She said, “We do not organize any bandhs or strikes. We are providing assistance to traders”.
She also reiterated that the Vivekananda flyover wasn’t started by the Trinamool government. After it collapsed her first priority was to rescue the victims, while the opposition parties were busy chanting slogans. She further said, “We have seen all files. Who gave the contract for the flyover project? Who has connections with the company? When a consortium was formed for the flyover, why did the then Minister cancel it and hand it over to the KMDA?”
“The CPI(M) govt also gave a go ahead to a deep sea port project without even floating a tender. The party of dacoits is calling us thieves. The CPI(M) used to hide or destroy files that would expose their wrongdoings. There are no files on sanitation, the money received from the Centre is unaccounted for” she added.
The Chairperson said that Trinamool does not believe in revenge politics. She also said that she is not scared of the leaders from Delhi. “Modi ji does not take against the real thieves. He takes action against me because I criticise him. Over 70000 businessmen and industrialists have left the country due to ED and IT menace and interference from BJP” Mamata Banerjee added.
Speaking about the EC show cause, she said. “We decided to create five new districts in December, 2015. They should have at least checked facts before show causing me”.
She came out strongly against chit funds saying, “Why hasn’t a single leader from CPI(M) been arrested for Saradha scam? A new Bill against chit funds has been approved. We will take action against all”.
আমরা দিল্লির নেতাদের ভয় পাইনা: মমতা বন্দ্যোপাধ্যায়
আজ উত্তর কলকাতার সত্যনারায়ণ পার্কে, কলাকার স্ট্রিটে দুপুর সাড়ে তিনটের সময় একটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলটি জোড়াসাঁকো কেন্দ্রের মধ্যে পরে।সারা রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রচার করেছেন তৃণমূল নেত্রী।
এখানে তার বক্তব্যর কিছু বিষয়ঃ
- তিন মাস ধরে নির্বাচন হচ্ছে, আমি ইতিমধ্যেই প্রায় সব জেলায় প্রচার করে এসেছি
- কিছু কিছু লোক শুধু কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে
- ৩৪ বছরের পর ২০১১ তে ক্ষমতায় আসার পর মাত্র ৪ বছর আমরা কাজ করার সুযোগ পেয়েছি
- আমরা আমাদের উন্নয়নমূলক কাজের সুবিচার পাব
- বিজেপি-কংগ্রেস-সিপিএম আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, আমার কাজ নিয়ে ওদের মন্তব্য করা উচিত নয়
- প্রতি বছর জগধাত্রী পুজোয় আমি বড়বাজারে আসি, আমরা এখানে পুলিশ স্টেশন এবং ফায়ার ব্রিগেড তৈরি করেছি
- নন্দরাম মার্কেটে যখন আগুন লেগেছিল তখন আমি বড়বাজারে ছুটে গিয়েছিলাম। বিরোধীরা তখন কি করছিল?
- আমরা বনধের রাজনীতি করি না, আমরা আমাদের ট্রেডারদের সবরকম সুবিধা দিচ্ছি
- আমাদের সরকার এই উড়ালপুল শুরু করেনি, এটা ভেঙে পরার পর দ্রুত আমরা আটক মানুষদের উদ্ধার করেছি
- আমরা সব ফাইল দেখেছি, কারা উড়ালপুল তৈরির কোনট্র্যাক্ট দিয়েছিল? কোম্পানির সঙ্গে কাদের যোগাযোগ আছে?
- কোন টেন্ডার ছাড়াই সিপিএম সরকার ডিপ সি পোর্ট প্রজেক্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে
- দুর্নীতিগ্রস্ত দল আজ আমাদের চোর বলছে
- যে ফাইল স্যাংশান হয়েছিল সেটা কোথায়? কেন্দ্রের দেওয়া টাকা কোথায় গেল?
- আমরা দিল্লির নেতাদের ভয় পাইনা, আমরা মানুষের জন্য কাজ করি
- আমরা মোদী জি কে ভয় পাই না, আপনার যত রকমের সংস্থা আছে আমাদের কাছে পাঠান
- আসলে যারা চোর মোদী জি তাদের বিরোধিতা করেন না, তিনি শুধু আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন
- ৭০ হাজারেরও বেশি ব্যবসায়ী এবং শিল্পপতি বাংলা ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র ইডি এবং বিজেপির হস্তক্ষেপের কারনে
- ২০১৫ সালের ডিসেম্বর মাসে ৫টি নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাকে শো কজ করার আগে ওদের অবশ্যই সবটা জেনে নেওয়া উচিত
- স্টিং অপারেশন কাণ্ডে আমাদের ৫ জন সাংসদকে ওরা লোকসভা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, আমরা সংসদে এই বিষয়টি উত্থাপন করব
- আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা কোনরকম বিভেদের রাজনীতিতে বিশ্বাস করি না
- আমরা উন্নয়নের ওপর ভিত্তি করে আমাদের ভোট চাই
- আমাদের জিএসডিপি গ্রোথ ১২.২% এবং ভারতের জিএসডিপি গ্রোথ ৭.৬%
- আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ১০.৫৯% এবং ভারতের ক্ষেত্রে ৭.৩%
- আমাদের সার্ভিস সেক্টরের গ্রোথ ১৩.৯৯% এবং ভারতের ক্ষেত্রে ৯%
- প্রতিদিন দিনে তিন বার কলকাতার রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, এসব বিরোধীদের চোখে পড়ে না
- কেরালায় একটি মর্মান্তিক অগ্নিকাণ্ড হচ্ছে, তা খুবই দুর্ভাগ্যজনক। এটা আমাদের সংস্কৃতি, আমরা এসব নিয়ে রাজনীতি করি না
- কিছু কিছু নেতারা বাংলায় এসে বলছেন ভাগ মমতা ভাগ, কি সাহস। এটা আমার জন্মভূমি। আমি কেন যাব এখান থেকে?
- যে সব কেন্দ্রে বিরোধীদের জিততে সুবিধা হয় সেখানেই তারা অফিসার বদল করেছে
- কংগ্রেস-সিপিএম-বিজেপি এখন এক হয়েছে। দিল্লির বিজেপি নেতারা আমাকে হিংসে করে
- ২০০০ সালে সারদা তৈরি হয়েছে, আমরা কবে ক্ষমতায় এসেছি?
- সারদা কাণ্ডে এখনও কেন কোন সিপিএম নেতা গ্রেফতার হয়নি?
- সঞ্চয়িতা থেকে আইকোর এবং এমপি এস গ্রুপ এসব কারা তৈরি করেছে?সিপিএম
- চিট ফান্ডের বিরুদ্ধে নতুন বিল সম্মতি পেয়েছে, আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব
- আমরা দুর্নীতি বরদাস্ত করি না
- আমরা আমাদের রাজস্ব আদায়ের পরিমাণ ২০০০০ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ৪১০০০ কোটি হয়েছে
- কেন্দ্র আমাদের থেকে গত ৫ বছরে ১.৪ লক্ষ কোটি টাকা কেটে নিয়ে গেছে