Latest News

November 6, 2017

Mamata Banerjee hits out at Centre over ‘Great Selfish Tax’ (GST), calls note ban a ‘disaster’

Mamata Banerjee hits out at Centre over ‘Great Selfish Tax’ (GST), calls note ban a ‘disaster’

Bengal Chief Minister and Trinamool Congress Chairperson Mamata Banerjee on Monday slammed demonetisation and the Good Services Tax (GST), in tweets posted this morning.

Writing on Twitter, Mamata described the move to ban high currency notes on November 8 last year as a disaster.

She further called on people to change their display picture on Twitter to black on November 8 this year to protest against demonetisation.

Further, she described the national tax GST as “Great Selfish Tax”, calling it a move to harass people.

Here are the tweets:

 

 

GST= ‘গ্রেট সেলফিস ট্যাক্স’; #NoteBan-এর প্রতিবাদে ট্যুইটারে DP কালোর ডাক মমতার

 

GST-কে কটাক্ষ করে নতুন নাম দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জিএসটি হল ‘গ্রেট সেলফিস ট্যাক্স।

একের পর এক ট্যুইটে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। পণ্য ও পরিষেবা কর বা GST আসলে ‘মানুষকে হেনস্থার’ জন্য তৈরি করা হয়েছে বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মতে, এর ফলে ‘অর্থনীতি ধ্বংস’ হয়ে যাবে। GST-র জন্য যে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার মোকাবিলায় ‘কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ’ বলেও মন্তব্য তৃণমূল চেয়ারপার্সনের।

GST ছাড়াও বিমুদ্রাকরণের সিদ্ধান্ত নিয়েও মোদী সরকারকে একহাত নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ৮ নভেম্বর ‘কালা দিবস’ পালন সহ একাধিক বিরোধী কর্মসূচী আগেই ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার নোটবন্দির বিরোধিতায় ট্যুইটারের ডিসপ্লে পিকচার বা DP কালো করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন। এমনকী নোটবন্দির বর্ষপূর্তির ৪৮ ঘণ্টার আগেই নিজের ট্যুইটার ডিসপ্লে পিকচার কালো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগেও বিমুদ্রাকরণ ও GST নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন তৃণমূল চেয়ারপার্সন। এই দুই সিদ্ধান্তের জেরেই ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের ভোগান্তি মেটাতে কেন্দ্র কার্যত নাকানি-চোবানি খাচ্ছে বলে তোপ তাঁর। এবার ট্যুইটারের ডিসপ্লে পিকচার কালো করার ডাক দিয়ে ফের একবার BJP-বিরোধী আন্দোলনকে জোরালো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।