মার্চ ৩, ২০১৯
লোকসভা ভোট - ১২ সদস্যের কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনে দলের কাজ দেখভাল করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করল তৃণমূল। নির্বাচন সম্পর্কিত কাজকর্ম দেখবে এই কমিটি। দলের প্রার্থী তালিকা ঠিক করার ব্যাপারেও উদ্যোগ নেবে কমিটি। তাছাড়া ভোট প্রচারের সময় তৃণমূলের প্রার্থীরা কোন কোন ব্যাপারে জোর দেবেন তা নিয়েও আলোচনা করবে দলের শীর্ষ নেতাদের নিয়ে তৈরি এই নির্বাচন কমিটি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার নতুন কমিটির কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন।
এই কমিটির সদস্যরা হলেন: সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হেকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন।
সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ কমিটি বিভিন্ন কেন্দ্রে যাঁরা প্রার্থী হতে চাইছেন তাঁদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবে। পাশাপাশি প্রচারের রূপরেখাও ঠিক করবে কমিটি।’
দলের নতুন কমিটির কথা ঘোষণার পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মহাসচিব। তিনি বলেন, ভোট পেতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। অন্যদিকে পুলিশের অন্যমতি না থাকার পরও সঙ্কল্প যাত্রা করার চেষ্টা করায় কেন্দ্রের শাসক দলকে নিশানা করেন তৃণমূল মহাসচিব।