মে ২২, ২০১৮
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিদিন হুহু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে আর তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার টুইট করে তিনি বলেন, পেট্রোল-ডিজেলের দাম যেভাবে প্রতিদিন বেড়ে চলেছে তাতে আমরা বেশ শঙ্কিত। এই মূল্যবৃদ্ধির জের পড়বে সবকিছুর উপর, ফের বাড়বে দ্রব্যমূল্য। এর ফল সাধারণ মানুষ ও কৃষকদের হয়রানি হতে হবে।
প্রসঙ্গত রবিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দর ৭০ টাকা ছাড়িয়েছে আর পেট্রোলের দর ছাড়িয়েছে ৮০ টাকা, যা নতুন ও সর্বকালীন রেকর্ড।রবিবারের দরে ২০১৩, ২০১৪ সালের রেকর্ডও ভেঙে গেছে।
We are very concerned about the rising prices of petrol and diesel. This will certainly affect prices all around. Common people, farmers and many will suffer
— Mamata Banerjee (@MamataOfficial) May 20, 2018