সাম্প্রতিক খবর

মে ২২, ২০১৮

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিদিন হুহু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে আর তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার টুইট করে তিনি বলেন, পেট্রোল-ডিজেলের দাম যেভাবে প্রতিদিন বেড়ে চলেছে তাতে আমরা বেশ শঙ্কিত। এই মূল্যবৃদ্ধির জের পড়বে সবকিছুর উপর, ফের বাড়বে দ্রব্যমূল্য। এর ফল সাধারণ মানুষ ও কৃষকদের হয়রানি হতে হবে।

প্রসঙ্গত রবিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দর ৭০ টাকা ছাড়িয়েছে আর পেট্রোলের দর ছাড়িয়েছে ৮০ টাকা, যা নতুন ও সর্বকালীন রেকর্ড।রবিবারের দরে ২০১৩, ২০১৪ সালের রেকর্ডও ভেঙে গেছে।