March 28, 2017
Mamata Banerjee expresses concern over recent happenings in Uttar Pradesh

Bengal Chief Minister Mamata Banerjee today expressed her concern over the recent happenings in Uttar Pradesh. She said that “people are afraid & many are scared about differences over caste, creed & religion.”
The Chief Minister reiterated that “we are all one”. She posted on Twitter: “A government has to be for all. ‘Sabka Saath, Sabka Vikas’ sirf bolna nahi hain, karna hain. We have to do it, to make it meaningful.”
Mamata Banerjee added that “we must all safeguard the Constitution and allow it to guide us.”
উত্তর প্রদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর
উত্তর প্রদেশের সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষ আজ ভীত। জাতি, ধর্মের ভেদাভেদের কারণে অনেকেই আতঙ্কিত। মনে রাখতে হবে আমরা সবাই এক।”
তিনি টুইটারে বলেন, “সরকারের দায়িত্ব সকলের পাশে দাঁড়ানো। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ শুধু বললেই হবে না, কাজে করে দেখাতে হবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন যে সবার উচিত সংবিধানের গরিমা রক্ষা করা যাতে আগামী দিনে সংবিধান আমাদের পাথেয় হতে পারে।