December 22, 2016
Mamata Banerjee dares the Prime Minister to arrest her

Intensifying her attack against the Narendra Modi government, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday said the Centre’s demonetisation decision was the biggest scam and it must be thoroughly investigated.
“I want to know how big a deal was stuck over this decision. How many crores worth is the deal. Demonetisation is a big big scam,” she said while addressing a public meeting at Kolaghat in East Midnapore.
“The government at the Centre has turned everyone into a thief, while the Narendra Modi government and Amit Shah’s party are the biggest thieves,” she claimed. Throwing a “challenge” at Mr Modi, Ms Banerjee said if he had the power, he should arrest her. “I will say this not once but a thousand times that you have stolen money. You do not have to touch anybody. If you have the courage then send us to jail,” she said.
Mamata Banerjee said that the Modi-Shah duo has destroyed the country. “In this country either Modi or the people can live,” said the state chief minister. Claiming that the Modi government was functioning in an unconstitutional manner and trying to impose undeclared Emergency in the country, she said: “ They are trying to weaken a state government by targeting its bureaucrats. The BJP has amassed the maximum amount of money. Why no action has been taken against the party?”
At the Kolaghat rally, directly addressing Mr Modi she said she wanted an investigation against the prime minister, his government and his party. “The cat is out of the bag. We want to know what was the cause behind demonetisation?” she asked. Launching an all-out attack, Ms Banerjee warned Mr Modi that the people of India will not forgive them.
প্রধানমন্ত্রীর দুর্নীতির তদন্ত চাই: মুখ্যমন্ত্রী
নোট বাতিলকে একটি বড় কেলেঙ্কারি এর বিরুদ্ধে পূর্নাঙ্গ তদন্ত হওয়া দরকার বলে এদিন আবারও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানতে চাই এই সিদ্ধান্তের আগে কি ডিল হয়েছিল? কত কোটি টাকার লেনদেন হয়েছিল? নোট বাতিল একটা বড় কেলেঙ্কারি”।
তাঁর সরাসরি আক্রমণ, “অমিত শাহ আর বি জে পি চোর! সব থেকে বড় চোর নরেন্দ্র মোদির সরকার! একটা গুন্ডা আর একটা পান্ডা দেশকে জ্বালিয়ে–পুড়িয়ে তছনছ করে দিচ্ছে! কেন্দ্রীয় সরকার সবাইকে চোর বানিয়ে নিজেরা সাধু সাজছে!”
মুখ্যমন্ত্রী বলেন মোদি-শাহ মিলে ধ্বংস করে দিচ্ছে দেশটাকে। তিবি বলেন, হয় মোদি থাকবে, নয় ভারত থাকবে।’ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “অজানা উৎস থেকে বিজেপি–র তহবিলে টাকা এসেছে সবচেয়ে বেশি। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?” অসাংবিধানিক কাজকর্ম করে দেশে জরুরি অবস্থা জারি করেছে মোদী সরকার। এখন রাজ্য সরকারের অফিসারদের টার্গেট করছে।
এদিন কোলাঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যে তিনি প্রধানমন্ত্রী, তাঁর দল ও তাঁর সরকারের বিরুদ্ধে তদন্ত চান। তিনি বলেন,“ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, আমরা জানতে চাই নোট বাতিলের পেছনে আসন কারণ কি ছিল?” মোদি সরকারকে সতর্ক করে এদিন তিনি বলেন ভারতবর্ষের মানুষ তাঁকে কোনদিন ক্ষমা করবে না।