মার্চ ৫, ২০১৯
বড় মা-র প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বড় মা-র প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বড়মা বীণাপাণি ঠাকুরের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। এই শোকের মুহূর্তে, ওনার পরিবার এবং মতুয়া সম্প্রদায়ের ভাই ও বোনেদের জানাই আমার সমবেদনা। গত নভেম্বর মাসে, বড়মা-র জন্মশতবার্ষিকী উপলক্ষে ওনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার।
সব ব্যবস্থার তদারকি করে আমি সবে হাসপাতাল থেকে বেরোলাম। ছ’জন মন্ত্রী ওনার শেষকৃত্য সুষ্ঠভাবে সম্পন্ন করার দায়িত্বে আছেন। আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুট দিয়ে ওনার শেষকৃত্য হবে। ওনাকে বঙ্গ বিভূষণ সম্মান দিতে পেরে আমরা গর্বিত। ওনার আত্মার শান্তি কামনা করি।