Latest News

April 15, 2016

Malda: Development reaches every corner of the district

Malda: Development reaches every corner of the district

As experienced in the rest of West Bengal, there has been unprecedented development in Malda district over the last four-and-a-half years.

For the benefit of people from North Bengal, the Trinamool Congress-led government has established a branch secretariat of the State Government in North Bengal, named ‘Uttarkanya’. Along with other departments, pension, provident fund and group insurance branch offices have started operations here.

 

Health and Family Welfare

  • 4 fair-price medicine shops set up in Manikchak, Chanchal and Silampur Hospitals and in Malda Medical College and Hospital
  • As a result, more than 8 lakh people have benefitted to the tune of Rs 10.56 crore
  • Fair-price diagnostic centre started in Malda Medical College and Hospital
  • Sick newborn care unit (SNCU) started in Malda Medical College and Hospital
  • 18 sick newborn stabilisation units (SNSUs) started in the district
  • Critical care unit (CCU) in Malda Medical College and Hospital
  • High-dependency unit (HDU) has been started in Chanchal subdivisional hospital
  • Mother & Child Care Hub (MCH) being built in Malda Medical College and Hospital

 

Education

  • 2 industrial training institutes (ITIs) established in Kaliachak-III and Chanchal-II blocks
  • SN Bose Government Polytechnic College established in Ratua
  • Rs 20 crore sanctioned for the advancement of Gour Banga University
  • More than 1.26 lakh students given bicycles under the Sabuj Sathi Scheme
  • 56 primary schools and 242 upper primary schools established
  • 3 primary schools upgraded to the upper primary level and 83 secondary schools to higher secondary
  • Mid-day meals being provided in all schools in the district
  • Separate toilets constructed for boys and girls in every school in the district

 

Agriculture, Land Reforms, Fisheries, Animal Resources Development

  • 12,000 landless families given patta under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
  • Kisan Credit Cards (KCC) distributed to almost 100% of the families dependent on agriculture
  • 5 Krishak Bazaars set up in Chanchal, Bamangola, Old Malda, Kaliachak-III and Habibpur blocks
  • Fruits and vegetables being preserved by applying Fruwash technology
  • Fishery projects worth Rs 35 lakh, benefitting
  • Animal Resources Development Department has distributed 9 lakh ducklings and chickens among numerous self-help groups

 

Panchayat and Rural Development

  • In 100 Days’ Work Scheme, Rs 551 crore spent to create 2.83 crore man-days
  • 272 km of rural roads built
  • State Government has facilitated the building of more than 22,000 houses under Indira Awaas Yojana
  • 1.94 lakh toilets built under Mission Nirmal Bangla

 

Minorities’ Development

  • 7.21 lakh minority students handed out scholarships worth Rs 132 crore
  • Rs 68 crore worth loans provided to minority youths to create opportunities for self-employment
  • Rs 168 crore spent on Multi-Sectoral Development Programme (MSDP) for the development of minorities
  • Karma Tirtha marketing hub built in Ratua-I block which is mostly inhabited by the minorities; two more built in Ratua-II and Englishbazar (Narhatta) blocks

 

Backward Classes and Adivasi Development

  • Almost 63,000 students getting benefit under the Shikshashree Scheme
  • About 2.31 lakh SC/ST/OBC certificates handed over

 

Women and Child Welfare

  • More than 1.88 lakh girl students in the district brought under Kanyashree Scheme

 

Khadya Sathi

  • Food security: Almost 34 lakh people getting foodgrains at Rs 2 per kg
  • 4.28 lakh children aged 0-6 years and 3.67 lakh mothers taken care of by 5,500 anganwadi centres
  • The number of malnourished children has reduced by 40%, and acutely malnourished children, by 69%

 

Industry

  • Phase I and II of Industrial Growth Centre built in Malda
  • 21 micro, small and medium enterprise (MSME) clusters set up
  • More than Rs 4,500 crore worth bank loans provided to MSMEs
  • An Information Technology (IT) Park being built in Malda

 

PWD and Transport

  • 131 projects completed by the PWD Department at a cost of Rs 223 crore, benefitting 21 lakh people
  • 303 km of roads built/re-built/widened/improved
  • The projects for the betterment of roads in the district include those for the Paharpur-Swarupganj road, Maltipur-Chandrapara road and Kaliachak-Golapganj road
  • Foodgrains being procured from farmers at a price higher than the minimum support price (MSP)

 

Power

  • Under the Sabar Ghore Alo project, 100% of rural electrification work has been completed

 

Irrigation

  • 207 km of irrigation dam conservation work completed
  • Irrigation projects, including those under the Rural Infrastructure Development Fund (RIDF) and the Accelerated Development of Minor Irrigation (ADMI) projects, have helped to build 560 small irrigation schemes
  • 4,832 hectares of agricultural land have come under irrigation

 

Public Health Engineering

  • 50 water projects worth Rs 123 crore completed, benefitting 4 lakh people

 

Tourism

  • Son-et-lumiere projects at the historical site of Barduari Soudha in Gour block, and at those in Adina and Pandua
  • First phase of the Kendpur-Jagjivanpur road project over
  • Rs 2.15 crore allocated for the archaeological museum at Jagjivanpur Baudh Vihar set to improve tourism in the district
  • Extension of Malda Museum completed

 

Labour

  • About 3.13 lakh unorganised workers have been registered under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), about 2.17 lakh construction workers under Building and Other Construction Workers Welfare Act (BOCWA) scheme and about 22,000 transport workers under West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS).
  • 4,500 youths receiving unemployment allowance under the Yuvashree Scheme

 

Self-Help Groups and Schemes

  • More than 2,500 self-help groups (SHGs) set up under the Anandadhara Scheme
  • 50 families in Bamangola block, and 200 families in Chanchal-I and Chanchal-II blocks, provided livelihood through small poultry farms
  • More than 6,000 projects, worth Rs 34 crore, sanctioned under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa
  • 19 Karma Tirtha, involving various departments, being built

 

Urban Development

  • The two municipalities in Malda district have executed development projects costing more than Rs 300 crore
  • Almost 1,400 homes built for the urban poor

 

Housing

  • 7,000 homes built under Gitanjali and other schemes

 

Information and Broadcasting

  • Around a thousand folk artistes getting retainer fees and pensions

 

Youth Affairs and Sports

  • Rs 12 lakh provided for building 6 multi-gym centres
  • Malda DSA stadium and Brindabani Maidan in Malda renovated
  • Satya Chowdhury Indoor Stadium in Englishbazar nearing completion

 

Police

  • Englishbazar Women Police Station and Pukuria Police Station established

 

North Bengal Development

  • North Bengal Development Department has given shape to many development projects in the Malda district. These include conservation of the left bank of Fulahar River, construction of asphalt roads from Sonari to Bidyanandapur in Chanchal block and setting up of the Central Bus Terminus in Malda.

 

Refugee Relief And Rehabilitation

  • Refugee Relief and Rehabilitation Department has provided deeds without riders to 125 refugee families in the 49 refugee colonies in Malda district, and to 120 refugee families during 2015-16
  • Various projects for the development of refugee colonies initiated, including those for the construction of roads, drinking water supply systems, sanitation systems, toilets, etc.

 

In the last four-and-a-half years, 93% people from the district have been brought under the ambit of various government schemes. The State Government has been continuously executing development projects for the betterment of the people in Malda district.

 

 

মালদা: জেলার কণে কণে উন্নয়নের ছোঁয়া

 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই মালদা জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৩ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুুবিধার্থে উত্তরবঙ্গে আমরা স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয় – জ্ঞউত্তরকন্যাঞ্চ। এখানে অন্যান্য বিভাগের সাথে সাথে পেনশন, ভবিষ্যনিধি এবং গ্রুপ ইনস্যুুরেন্স অধিকর্তার একটি শাখা কার্যালয়ও চালু হয়ে গেছে। এর দরুন সমগ্র উত্তরবঙ্গের মানুষজনকে আজ আর সরকারি কাজের জন্য কলকাতায় ছুটে যেতে হয় না। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌছে যাচ্ছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান

 

  • স্জেলায় ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান – মানিকচক, চাঁচল, সিলামপুর ও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।
  • জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৮ লক্ষাধিক মানুষ ১০ কোটি ৫৬ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • ১টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।
  • মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১টি জগইঞ চালু হয়ে গেছে। চাঁচল মহকুমা হাসপাতালে১টি জগইঞ গড়ে তোলা হচ্ছে, আগামী মে মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।

 

জেলায় মোট ১৮টি জগজঞ চালু হয়ে গেছে।

  • চাঁচলে ১টি নতুন মাল্টি-সুুপার স্পেশালিটি হাসপাতাল মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে।
  • মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১টি ইইঞ চালু হয়ে গেছে।         চাঁচল মহকুমা হাসপাতালে একটি এঈঞ চালু হয়ে গেছে।
  • মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১টি খষঢ়বনক্ষ & ইবভরধ ইতক্ষন এয়থ গড়ে তোলা হচ্ছে ।

 

শিক্ষা

 

  • কালিয়াচক-৩ ও চাঁচল-২ ব্লকে ২টি আইটি আই নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। পাশাপাশি হরিশচন্দ্রপুর-১ ব্লকে একটি নতুন আইটি আই নির্মাণের কাজ দ্রূতগতিতে চলছে, আগামী মে মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।
  • রতুয়াতে এস এন বোস সরকারী পলিটেকনিক চালু হয়ে গেছে। কালিয়াচক-১-এ একটি নতুন পলিটেকনিক নির্মানের কাজ চলছে।
  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কভথক্ষতক্ষঁ & ঐশপষক্ষলতঢ়ভষশ জদভনশদন, ককখ ও ঙবঁড়ভষরষফঁ-তে স্নাতকোত্তর স্তরে পাঠক্রম চালু হয়েছে।গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য উচ্চ শিক্ষা দপ্তর ২০ কোটি টাকা অনুমোদন করেছে।
  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পন্ডিত বিধুশেখর শাস্ত্রী কেন্দ্রীয় গ্রন্থাগার এবং আচার্য্য বিনয় কুমার সরকার কলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
  • এই জেলায় ১ লক্ষ ২৬ হাজারের ও বেশি ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • ওল্ড মালদা, মানিকচক ও কালিয়াচক -৩ ব্লকে নতুন মডেল স্কুল নির্মানের কাজ শেষ হয়েছে।হরিশচন্দ্রপুর-১ ও রতুয়া -১ ব্লকে কাজ চলছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪২টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৩টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৮৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, মৎস্য ও পশুপালন

 

  • জেলার প্রায় ১২ হাজার ভূমিহীন পরিবারের হাতে জ্ঞনিজ গৃহ নিজ ভূমিঞ্চ প্রকল্পে প্রায় ৩৮২ একর খাস জমির পা-া তুলে দেওয়া হয়েছে। বাকিদেরও খুব শীঘ্রই পা-া প্রদান করা হবে।
  • অনুরূপভাবে এই জেলার ১০০% কৃষিজিবী পরিবারের হাতে ঔইই তুলে দেওয়া হয়েছে।
  • জেলার চাঁচল, বামনগোলা, ওল্ড মালদা, কালিয়াচক-৩ ও হবিবপুরে ৫টি কিষান মান্ডি চালু হয়ে গেছে।
  • এর পাশাপাশি গাজোল, হরিশ্চন্দ্রপুর-১ ও কালিয়াচক-১ ব্লকে আরও ৩টি কিষান মান্ডি গড়ে তোলা হচ্ছে।
  • মালদায় সেন্ট্রাল ইন্সটিটিউট্‌ ফর সাবট্রপিকাল হর্টিকালচার (ই.ঐ.জ.এ.), লখনৌ – এর আঞ্চলিক গবেষনা কেন্দ্র (ছনফভষশতর ছনড়নতক্ষদব জঢ়তঢ়ভষশ) স্থাপনের উদ্দেশ্যে ইংরেজবাজারের মাধবনগরে মোট ৭০.০৪ একর জমি বিগত অক্টোবর মাসে হস্তান্তর করা হয়েছে। এই গবেষনা কেন্দ্রে বিভিন্ন গ্রীষমমন্ডলীয় বা সাবট্রপিকাল ফল, ফুল, সবজি ইত্যাদি চাষের উন্নতির লক্ষ্যে গবেষনা করা হবে।
  • প্রতিবেশী বাংলাদেশের সাথে বানিজ্যের ক্ষেত্রে স্থানীয় রপ্তানীকারকদের সুুবিধার্থে মালদার মহদিপুরে বিভিন্ন পচনশীল উদ্যানজাত ফসল সংরক্ষনের জন্য ৫০০ মেট্রিক টন আয়তনের একটি কার্গো সেন্টার স্থাপনের প্রকল্প গ্রহন করা হয়েছে।
  • আম চাষের ক্ষেত্রে উদ্যানপালন প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে মালদা জেলায় আমের ফলন বিগত বছরে ৩ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। রাজ্যের বাইরে মালদার আমের বিপনন বৃদ্ধির লক্ষ্যে এই বছর দিল্লীতে আম উৎসব, কোলকাতার শহীদ মিনারে এবং মিলনমেলায়, মালদার বারোদুয়ারী, গৌড়ে অনুষ্ঠিত রামকেলি উৎসবে আম প্রদর্শনী ও বিক্রয়, আম প্রদর্শনী ও বিক্রয়, মালদা টাউন রেল স্টেশনে আম বিক্রির স্টল স্থাপন ইত্যাদি উদ্যোগ গ্রহন করা হয়েছে।
  • মালদা জেলার হবিবপুর ও বামনগোলা ব্লকের শুষ্ক এলাকায় সাফল্যের সাথে আনারস চাষের এলাকা সম্প্রসারন করা হয়েছে এবং পরীক্ষামূলক ভাবে আঙ্গুর চাষের প্রকল্প গ্রহন করা হয়েছে।
  • ফ্রু-ওয়াশ প্রয়ুক্তির (ঊক্ষয়ংতড়ব ঝনদবশষরষফঁ) প্রয়োগের মাধ্যমে ফল ও সবজির সংরক্ষন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
  • ইংরেজবাজারের গৌড় রোডে উদ্যানপালন প্রযুক্তি সম্প্রসারন কেন্দ্র নির্মানের কাজ সমাপ্তহয়েছে। এই কেন্দ্র থেকে জেলার কৃষক সম্প্রদায় আধুনিক উদ্যানপালন প্রযুক্তি গ্রহন করতে পারবেন।
  • জেলায় প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে মাছের চারা উৎপাদন ও মাছ চাষের একটি প্রকল্প হাতে নেওয়ার ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ণ দপ্তর বিগত সাড়ে চার বছরে ৯ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।
  • পাশাপাশি বেকার যুবক, যুবতীদের কর্ম সংস্থানের লক্ষে ৬০টি আনশফতর ঈভতক্ষঁ ঔভষড়য জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

 

  • ১০০ দিনের কাজে প্রায় ৫৫১ কোটি টাকা ব্যয় করে ২ কোটি ৮৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মেধ্েয বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরো অতিরিক্ত ২০৩ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ২৭২ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। আরো ১৭২ কি.মি. রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় ২২ হাজারের বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরো ১৭ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন

 

  • বিগত সাড়ে ৪ বছরে, ৭ লক্ষ ২১ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১৩২ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরো ২ লক্ষ ৪৪ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ৬৮ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরো ৯ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • খজঈঙ- তে প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে ১টি আই.টি.আই, ১২৬টি হেলথ সাব-সেন্টার, ৪টি ছাত্রাবাস, ৫টি ছাত্রীনিবাস, ৬৪৮টি অতিরিক্ত শ্রেণী কক্ষ, ৮৪৫টি অঙ্গনওযাড়ী কেন্দ্র ও ২৭৯৬টি বাসগৃহ গড়ে তোলা হয়েছে।
  • সংখ্যালঘু অধ্যুষিত রতুয়া-১ ব্লকে একটি কর্মতীর্থ – মার্কেটিং হাব – গড়ে তোলা হয়েছে। রতুয়া-২ ও ইংরেজ বাজার (নরহ-া) ব্লকে আরও ২টি কর্মতীর্থ-গড়ে তোলা হয়েছে। এর পাশাপাশি গাজোল, হরিশ্চন্দ্রপুর-২, চাঁচল-২, মানিকচক, ইংরেজ বাজার (অভিরামপুর), এবং ওল্ড মালদা ব্লকে আরও ৫টি কর্মতীর্থ গড়ে তোলা হচ্ছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ণ

 

  • প্রায় ৬৩ হাজার ছাত্র-ছাত্রী জ্ঞশিক্ষাশ্রীঞ্চ প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরো ৩৭ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
  • বিগত সাড়ে ৪ বছরে প্রায় ২ লক্ষ ৩১ হাজার জই/জঝ/ঘআই ইনক্ষঢ়ভপভদতঢ়ন প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন

 

  • মালদা জেলায় ১ লক্ষ ৮৮ হাজারের ও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতাভূক্ত হয়েছে।
  • জেলায় সাড়ে ৫ হাজার অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলি থেকে বিগত সাড়ে চার বছরে মোট (০-৬) বছরের ৪ লক্ষ ২৮ হাজার শিশু ও ৩ লক্ষ ৬৭ হাজার মা পরিষেবা পেয়েছে।
  • জেলায় সম্প্রতি ৪০% অপুষ্ট শিশুর সংখ্যা ও ৬৯% অতি অপুষ্ট শিশুর সংখ্যা হ্র্রাস পেয়েছে।

 

খাদ্য সুুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী প্রকল্প

 

  • আমরা রাজ্যের মানুষের জন্যে খাদ্যের যোগান সুুনিশ্চিত করেছি। রাজ্যের ৮ কোটিরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন। এবং আরও ৫০ লক্ষ মানুষ বাজার দরের অর্দ্ধেক দামে খাদ্যশস্য পাচ্ছেন।
  • জেলায় প্রায় ৩৪ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।
  • খাদ্য শস্যের যোগান সুুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে খভশভলয়ল জয়সসষক্ষঢ় ঙক্ষভদন (খজঙ) এর চেয়ে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করছি। এতে আমাদের কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন। রাজ্যের ব্লকে ব্লকে কৃষকদের থেকে ধান্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি ধান কেনা ও চেকের মাধ্যমে দাম মেটানোর কাজ চলছে।

 

শিল্প

 

  • মালদায় ঐশধয়ড়ঢ়ক্ষভতর ঋক্ষষংঢ়ব ইনশঢ়ক্ষন – ঙবতড়ন ঐ, ঙবতড়ন ঐঐ, মোট ২৫০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে। প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২১টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুুনিশ্চিত করা গেছে।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরো অতিরিক্ত ৩৫০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
  • মালদায়১টি আই.টি পার্ক গড়ে তোলা হচ্ছে।

 

পূর্ত ও পরিবহন

 

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৭৭টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৩১টি প্রকল্পের কাজ প্রায় ২২৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে প্রায় ২১ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। বাকি ২৫টি প্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৩০৩ কিমি রাস্তা নির্মাণ /পুর্ননির্মাণ/ সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • এর মধ্যে উল্লেখযোগ্য হল পাহাড়পুর – স্বরূপগঞ্জ রাস্তা, মালতিপুর – চন্দ্রপাড়া রাস্তা, কালিয়াচক – গোলাপগঞ্জ রাস্তা প্রভৃতি।
  • ফুলহার নদীর উপর শঙ্করীতলা ঘাটে ভুতনিচর সংযোগকারী ব্রিজ নির্মাণের কাজ চলছে।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

 

  • সমগ্র মালদা জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচ

 

  • ২০৭ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • মালদা জেলায় বিগত সাড়ে চার বছরে বিভিন্ন প্রকল্পের যথা আর-আই-ডি-এফ প্রকল্প, আদমি প্রকল্প এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে ৫৬০টি ক্ষুদ্র সেচ স্কীম সম্পাদিত হয়েছে।
  • বর্তমানে মালদহ জেলার সেচ সেবিত এলাকার পরিমান ১.৫২ লক্ষ হেক্টর। গত সাড়ে চার বছরে ৪৮৩২ হেক্টর কৃষি জমি সেচ সেবিত এলাকার আওতাভুক্ত হয়েছে এবং উপভোক্তা কমিটিকে হস্তান্তর করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

 

  • বিগত সাড়ে চার বছরে ৯০টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে ৫০টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরো ১৮টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

 

পর্যটন

 

  • আদিনা এবং পান্ডুয়ার ঐতিহাসিক স্থানে ধ্বনি ও আলোক সজ্জার কাজ চলছে।
  • কেন্দপুর হইতে জগজীবনপুর পর্যন্ত রাস্তার প্রথম দফার কাজ সম্পূর্ন হয়েছে, দ্বিতীয় দফার কাজ চলছে।
  • জগজীবনপুর বৌদ্ধবিহারের পুরাতাত্বিক নিদর্শন মিউজিয়ামের জন্য ২ কোটি ১৫ লক্ষ টাকার কাজ শুরু হতে চলেছে, এই প্রকল্পের রূপায়ণ মালদা জেলার পর্যটনের বিকাশ তথা পুরাতাত্বিক গুরুত্ব বর্ধনের সাহায্য করবে।
  • ইংরেজবাজার ব্লকের গৌড়ে বারদুয়ারী সৌধে ধ্বনি ও আলোক সজ্জা প্রকল্পের কাজ সম্পূর্ন হয়েছে।
  • মালদা মিউজিয়ামের সম্প্রসারনের কাজ সম্পন্ন হয়েছে।

 

শ্রম

 

  • জঅজঙঊঞঠ (জঢ়তঢ়ন-অড়ড়ভড়ঢ়নধ জদবনলন ষপ ঙক্ষষৎভধনশঢ় ঊয়শধ পষক্ষ ঞশষক্ষফতশভড়নধ ঠষক্ষযনক্ষড়) প্রকল্পে অদ্যাবধি প্রায় ৩ লক্ষ ১৩ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • আঘইঠঅ প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ১৭ হাজার নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, ঠআঝঠজজজ (ঠনড়ঢ় আনশফতর ঝক্ষতশড়সষক্ষঢ় ঠষক্ষযনক্ষড়ঞ্চ জষদভতর জনদয়ক্ষভঢ়ঁ জদবনলন) প্রকল্পে ২২ হাজারের ও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • জ্ঞযুবশ্রীঞ্চ প্রকল্পে সাড়ে ৪ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

 

  • আনন্দধারা প্রকল্পে আড়াই হাজারের বেশি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরো ৩ হাজারের বেশি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • মালদা জেলার বামনগোলা ব্লকে ৫০টি পরিবারকে ক্ষুদ্র মুরগী খামার ব্যবস্থার মাধ্যমে জীবন-জীবিকার ব্যবস্থা করা হয়েছে এবং চাঁচল-১ ও চাঁচল-২ ব্লকের ২০০টি পরিবারের জন্য একই ব্যবস্থা করা হচ্ছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৬ হাজারের ও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৩৪ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  • জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৯টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

 

 

পুর ও নগরোন্নয়ণ

 

  • মালদা জেলায় ২টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ৩০০ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ১৪০০ বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি

 

  • বর্তমানে মালদা জেলায় প্রায় হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরো ২০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

 

আবাসন

 

  • মালদা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে ১১ হাজারের বেশি বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ৭ হাজার বাসস্থানের নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। বাকী বাসস্থান নির্মাণ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

ক্রীড়া ও যুব কল্যাণ

 

  • ক্রীড়ার মান উন্নয়নে মালদা জেলায় মোট ১১৭টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ৬টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ১২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
  • মালদা ঈজঅ স্টেডিয়াম ও বৃন্দাবনী ময়দান সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। ইংরেজবাজারে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের কাজ শেষের পথে।

 

স্বরাষ্ট্র

 

  • মালদা জেলায় নতুন থানা হিসাবে ইংরেজবাজার মহিলা থানা ও পুকুরিয়া থানা গঠন করা হয়েছে।

 

উত্তরবঙ্গ উন্নয়ন

 

  • মালদা জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ফুলাহার নদীর বাম পার্শ্বের বাধের রক্ষনাবেক্ষন, চাচল ব্লকের সোনারী হইতে বিদ্যানন্দপুর পর্যন্ত পিচের রাস্তা নির্মান, মালদায় সেণ্ট্রাল বাস টার্মিনাস নির্মান প্রভৃতি কাজ সম্পন্ন করেছে।

 

উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন

 

  • মালদা জেলায় ৪৯টি উদ্বাস্তু কলোনি রয়েছে। উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন  দপ্তর স্থাপন কাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৭১৭টি উদ্বাস্তু পরিবারকে নিঃশর্ত দলিল প্রদান করেছে, যার মধ্যে ২০১১-১৫ সালে ১২৫টি উদ্বাস্তু পরিবারকে নিঃশর্ত দলিল প্রদান করা হয়েছে।

 

 

২০১৫-১৬ সালে ১২০টি উদ্বাস্তু পরিবারকে নিঃশর্ত দলিল প্রদানের ব্যবস্থা করা হয়েছে। উদ্বাস্তু কলোনির পরিকাঠামোর উন্নয়নও করা হয়েছে,  যার মধ্যে রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ, পয়ঃপ্রণালীর ব্যবস্থা, শৌচাগার নির্মাণ প্রভৃতি উল্লেখযোগ্য।