Latest News

April 22, 2018

Major projects of the Irrigation Department

Major projects of the Irrigation Department

The Irrigation Department has undertaken numerous big and small projects across Bengal to facilitate agriculture and control floods. During financial year 2017-18, 400 new schemes undertaken, many of which would be completed by 2018-19.

Major projects taken up during financial year (FY) 2017-18, and to be completed during FY 2018-19:

  • Projects for improvement of canals and structures under the Mayurakshi Reservoir Project in Birbhum district
  • Modernisation of electrical and mechanical components, including for automated gate operations and development of flood forecasting system, and improvement of Mahananda Main Canal under Teesta Barrage Project
  • Revamping infrastructure of River Research Institute at Haringhata in Nadia distirct
  • Setting up of seven Quality Control Laboratories
  • Installation of pumps and electrical accessories in the 2nd Additional Uttarbhag Pumping Station in Sonarpur in South 24 Parganas district
  • Re-excavation of SAMD Part-II Channel in Baruipur in South 24 Parganas district
  • Rehabilitation of Medinipur Canal Network to provide irrigation water to 56,000 acres across Purba and Paschim Medinipur districts after almost one-and-a-half decades, and a few other schemes sanctionbed by NABARD

Major projects completed during FY 2017-18:

  • 231 projects completed, which would significantly contribute in the development of irrigation, including flood management, drainage improvement and development of development
  • Beautification of the banks of Kestopur Canal adjoining VIP Road in Kolkata

Major projects for FY 2018-19

The sector-based prioritisation and apportioning of funds for the first phase of new schemes for FY 2017-18 has been completed; and those for the second phase would be taken up after the monsoons.

Sectors prioritised in the first phase include

  • Rehabilitation, improvement and modernisation of critical components of dams, barrages, regulators, sluices and bridges commissioned decades back
  • Rehabilitation of medium and minor irrigation schemes
  • Maintenance and improvement of embankments damages in the severe floods of 2017 across the state, including on the Ganga-Padma and Bhagirathi rivers in Malda, Murshidabad and Nadia districts
  • Re-excavation of major drainage channels in critically flood-affected areas, viz, in Nadia, Hooghly, Howrah< Purba Medinipur, Paschim Medinipur< north 24 Parganas and South 24 Parganas

Thus, we can see that the Bengal Government has done large-scale improvement of the irrigation system and is continuing with numerous projects to make the lives of people across the state happier and safer.

 

গ্রাম বাংলার উন্নয়নে সেচ দপ্তরের কিছু প্রকল্প

২০১১ সাল থেকে গ্রাম বাংলার উন্নয়নের জন্য রাজ্য সেচ দপ্তর বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। ২০১৭-১৮ সালে জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৮৮৬.২০ কোটি টাকা ব্যয়ে ৪০০টি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আগের বছর এই পরিমান ছিল ৭০০ কোটি টাকা।

নতুন কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প বীরভূমের ময়ূরাক্ষী রিসার্ভার প্রোজেক্ট (৬৬.৮৬ কোটি টাকা আনুমানিক), তিস্তা বাঁধের গেটের উন্নতি, ইলেক্ট্রিক্যাল ও মেকানিকাল যন্ত্রের আধুনিকীকরণ, ও তিস্তা বাঁধের উন্নয়ন (১৯ কোটি টাকা আনুমানিক), তিস্তা বাঁধ প্রকল্পের অধীনে মহানন্দা মূল খালের উন্নয়ন (আনুনামিক ৮৪.৬২ কোটি টাকা), নদী গবেষণা কেন্দ্রের পরিকাঠামোর পুনরুজ্জীবন (প্রথম দফা) (আনুমানিক ১১.৬৫ কোটি টাকা ব্যয়ে), বিভিন্ন জেলায় সাতটি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবোটারি তৈরী (আনুমানিক ৭.৫০ কোটি টাকা)। এই সকল প্রকল্পের বেশীর ভাগ কাজ শুরু হয়ে গেছে।

এইসব প্রকল্প ছাড়াও, কিছু আলাদা প্রকল্প, যেমন পাম্প বসানো, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে নতুন দ্বিতীয় অতিরিক্ত উত্তরভাগ পাম্পিং স্টেশনে ইলেকত্রিক যন্ত্রাংশ বসানো, বারুইপুরের এসএএমডি-২ চ্যানেলের পুনঃখনন ২০১৭-১৮ সালে গ্রহণ করা হবে।

জানুয়ারি ২০১৮ পর্যন্ত, আরআইডিএফ-XXIII এর অধীনে নাবার্ড ১৭২.৪২ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ১১৪.৪০ কোটি টাকা ব্যয়ে মেদিনীপুরে খাল যোগাযোগের পুনর্বাসন। এই প্রকল্প সম্পন্ন হলে ৫৬০০০ একর জমিতে সেচের জল পাওয়া যাবে প্রায় ১৫ বছর পর।

২০১৭-১৮ সালে সম্পন্ন হওয়া প্রকল্পসমূহঃ

সময়মত প্রকল্প সম্পূর্ণ করা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২৩১টি প্রকল্প ২০১৭-১৮ সালে সম্পন্ন হয়েছে যাতে মোট খরচ হয়েছে ৩৭৯.১৮কোটি টাকা। এই প্রকল্পগুলির বেশীর ভাগ ২০১৬-১৭ সালে অনুমোদিত হয়েছিল। এর ফলে সেচ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, নিকাশি উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন হবে রাজ্য জুড়ে।

কেষ্টপুর খালের ধারে সৌন্দর্যায়নের কাজ চলছে। এই প্রকল্পের কাজের সূচনা হয় ১৮ই সেপ্টেম্বর ২০১৭ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

২০১৮-১৯ সালের নতুন প্রকল্পগুলির জন্য অ্যাকশন প্ল্যান

২০১৮-১৯ সালের প্রকল্পগুলির পরিকল্পনার কাজ ২০১৭-১৮ সালে সম্পন্ন হয়ে গেছিল। কোনও কাজ শুরু করার আগে তাঁর জে পদ্ধতিগত নিয়মকানুন মানা উচিত, এ ছাড়াও পরিকল্পনা চক্রকেও উন্নত করা। এই দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেটে বরাদ্দ কাজগুলি শেষ করেছে। ২০১৮-১৯ সালের বিভিন্ন ক্ষেত্রে নতুন যে প্রকল্পগুলি আছে, সেগুলোর নির্দিষ্ট তহবিল বিলি করা হয়েছে। এছাড়াও পুরিকল্পনা নেওয়া হয়েছে ২০১৮ সালের এপ্রিল মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করার। পরের দফার প্রকল্পগুলি শনাক্ত করা ও তার জন্য বরাদ্দর অনুমোদন করা হবে ২০১৮ সালের বর্ষার পর।

প্রথম দফায় যেসব ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেগুলি হল, দশকের পর দশক আগে যেসব বাঁধের গেটগুলির পুনর্বাসন, উন্নতি ও আধুনিকীকরণ করা। এছাড়াও গুরুত্ব দেওয়া হয়েছিল, বাঁধ, নিয়ন্ত্রক, সেতু নির্মাণের অনুমোদন হয়েছিল, সেগুলির। এছাড়া, ছোট, মাঝারি সেচ প্রকল্পের পুনর্বাসন যাতে সেগুলি অল্প সময়ে আরও বেশী চাষিকে উপকার করতে পারে। এছাড়া ২০১৭ সালে যেসকল পাড় ভেঙ্গেছে, সেগুলির সংস্কার। উত্তর বঙ্গের জেলাগুলির বিভিন্ন পাড় সংস্কার, গঙ্গা-পদ্মা ও ভাগীরথীতে ভূমিক্ষয় রোধক কাজ হয়েছে। বন্যা কবলিত এলাকায় মূল নিকাশি চ্যানেলগুলির পুনঃখনন। দী গবেষণা কেন্দ্রের উন্নয়ন। প্রথম দফার সমস্ত প্রকল্পের মূল্যও ৯২৮ কোটি টাকা।