Latest News

April 18, 2018

Land reforms of Bengal Government

Land reforms of Bengal Government

According to the changing demands of time, and keeping people’s aspirations in mind, the Bengal Government’s Land and Land Reforms Department has altered the necessary laws regarding the state’s land policy.

Here are six primary aspects of the land policy of the State Government.

1. By amending the West Bengal Land Reforms Act, 1955 and the West Bengal Land Reforms Rules, 1965, the State Government has enabled the usage for other purposes land belonging to closed-down factories.

2. To improve the state of agriculture, the government has done away with land tax and cess to be paid by farmers. Discount has also been introduced in the mutation fee to be paid while transferring land.

3. By amending the West Bengal Land Reforms Act, 1955, the government has enabled the changing of the character of a plot of land, except when it is wetland (wetlands being crucial in maintaining the balance of nature). As a result, many investors have been able to set up industries by making optimal use of entire plots.

4. The law has been revised to enable transparency regarding equitable distribution of land by the government, and it has been decided that if the market price of land is higher than the government price, the latter would be revised.

5. Keeping the common people in mind, all laws related to mutation fee of land have been revised.

6. Measures have been taken to enable the people staying on government land in the municipality areas of Mirik and Alipurduar to get proper documents.

As conclusion, it can be said that the Bengal government is resolute in ensuring that no forcible acquisition of land or forcible removal of people from their houses takes place.

 

 

ভূমি ও ভূমি সংস্কার

 

সময়ের সাথে এবং মানুষের ক্রমশ বদলে যাওয়া আকাঙ্কার তাগিদে এই দপ্তরের আইন এবং নিয়ম প্রতিনিয়ত পরিবর্তন করতে হয় যাতে তা কালের অতলে চলিয়ে না যায়।

ক) এই রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা কল-কারখানার জন্য প্রচুর জমি অব্যবহৃত হয়ে পড়ে আছে। পুর্বতন আইন অনুযায়ী ওইসব জমি কোন অন্য কাজে ব্যবহার করা যেতোনা এবং তা ছাড়াও এগুলির জন্য প্রচুর মামলা-মোকদ্দমা আদালতে জমে গিয়েছিল। এহেতু ১৯৫৫ ও ১৯৬৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন সংশোধিত করা হয়েছে যাতে ওই জমিগুলি পুনরায় ব্যবহার করে রাজ্যে কর্মসংস্থান বাড়ানো যায়।

খ) কৃষিক্ষেত্রে উন্নতিসাধনের প্রচেষ্টায় ভূমি রাজস্য ও সেস থেকে কৃষিজিবীদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছারাও কৃষীক্ষেত্রে ব্যবহৃত জমির আদানপ্রদানের ক্ষেত্রে মিউটেশন ফি-র ওপর ছাড় দেওয়া হয়েছে।

গ) রাজ্যের বিদ্যমান আইন অনুযায়ী যথোপযুক্ত অনুমতি ছাড়া জমির চরিত্রের রদবদলের কোন উপায় ছিল না। এই জন্যে, এই সরকার ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন সংশোধিত করে প্রকৃত জমি সংক্রান্ত পরিবর্তনের ক্ষেত্রে ছাড় দিয়েছে তবে জলা জমির চরিত্রের ক্ষেত্রে কঠোর নিয়মপ্রনালী বর্ধিত করেছে। এই উদ্যোগের ফলে অনেক সাধারণ নাগরিক, বিনিয়োগকারী অধিকমাত্রায় জমি ব্যবহার করতে সমর্থ হবেন।

ঘ) এ রাজ্যে সরকারি জমি যাতে স্বচ্ছ ও ন্যায্য ভাবে বন্টন করা যায় তার জন্যে রাজ্যের ভূমি বরাদ্দ নীতি সংশোধন করা হয়েছে এবং সিদ্দ্বান্ত নেওয়া হয়েছে যে জমির বাজারী দাম যদি আইন অনুযায়ী সরকারী দামের বেশি হয়ে থাকে তা হলে সরকার সেই দামের পুর্নমুল্যায়ন করবে।

ঙ) সাধারণ মানুষের কথা মাথায় রেখে মিউটেশন ফি ও তা সংক্রান্ত যাবতীয় আইনের ১২ বছর পরে সংস্করণ করা হয়েছে যাতে সবাই সুবিধাপ্রাপ্ত হয়।

চ) মিরিক ও আলিপুরদুয়ার পৌড়সভায় দীর্ঘদিন ধরে সরকারী জমিতে বসবাসকারী মানুষদের সুবিধার্থে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা সঠিক সুযোগ পায় এবং সঠিক নথি সংগ্রহ করতে পারে।

উপসংহারে যা বলা যেতে পারে তা হল এই সরকার বলপুর্বক কোন জমি দখল করবে না এবং বলপুর্বক কোন সাধারণ মানুষকে উৎখাত করবে না।