November 14, 2017
Kolkata Police to soon acquire helicopters for effective policing

Kolkata Police would soon begin using helicopters for effective management of any security situation. The force would soon be buying a few of the crafts.
Recent additions to Kolkata Police include a commando force and sniper rifles. The force is gradually getting on par with using the most modern policing methods and tactics.
The police has held detailed discussions with experts regarding the advantages that they can have with helicopters – like rapid deployment of forces, often to an inaccessible area – and also on aspects like the specifications of copters for city policing, where to have the copters stationed to make them easily accessible, etc.
It has been decided that the copters would be manned by the NSG-trained special police personnel. At least four persons would be able to sit in the helicopters which are going to be ordered. The helicopters would be manoeuvrable in narrow spaces and would have facilities for fitting guns.
Kolkata Police acquiring helicopters would also help the neighbouring police commissionerates.
It should be mentioned that the use of helicopters is a given in many cities in advanced nations, and Kolkata Police would soon walk along that path.
কম্যান্ডো, স্নাইপারের পর আকাশপথের নজরদারিতে চপার কিনছে কলকাতা পুলিশ
শহরের সুরক্ষায় এর আগে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়েছে কম্যান্ডো। সম্প্রতি বিদেশ থেকে ও দেশীয় পদ্ধতিতে তৈরি স্নাইপার রাইফেলও কেনা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবার শহরের আকাশপথে আরও নজরদারি বাড়াতে শীঘ্রই বেশ কয়েকটি চপারও কিনতে চলেছে কলকাতা পুলিশ।
সশস্ত্র বাহিনীর সঙ্গে চপার সংযুক্তিকরণের খুঁটিনাটি, চপারের বিশেষত্ব, চপারগুলিকে কোথায় ল্যান্ডিং করিয়ে রাখলে সেখান থেকে বাহিনী দ্রুত নেমে আসতে পারবে – তা নিয়ে লালবাজারের অধিকর্তারা আলোচনা করেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা’র সঙ্গে।
চপারগুলিতে থাকবে এনএসজি প্রশিক্ষিত কলকাতা পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনী। প্রাথমিক সরকারি অনুমতি মেলার পর ৩-৪টি সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও ইতিমধ্যে সেরে রাখা হয়েছে। এবার সবুজ সঙ্কেত পেলেই যোগ্য সংস্থাকে ওই চপার তৈরির বরাত দেওয়া হবে।
চপারগুলিতে অন্তত ৪জনের বসার জায়গা থাকতে হবে। প্রয়োজন হলে, ওই চপারগুলিতে যাতে অস্ত্র লাগিয়ে তা উৎক্ষেপণ করা যায়, সেই উপায়ও রাখতে চাইছে কলকাতা পুলিশ। খুবই তাড়াতাড়ি এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে সূত্রের খবর। একই সঙ্গে কলকাতা পুলিশ চপারে নজরদারি চালালে উপকৃত হবে শহরের লাগোয়া অন্যান্য পুলিশ কমিশনারেটগুলিও।
Source: Dainik Jugasankha