সাম্প্রতিক খবর

মে ১৯, ২০১৮

মহিলাদের আত্মসুরক্ষার পাঠ দিতে কলকাতা পুলিশের নতুন প্রকল্প

মহিলাদের আত্মসুরক্ষার পাঠ দিতে কলকাতা পুলিশের নতুন প্রকল্প

মহিলাদের আত্মসুরক্ষার পাঠ দিতে কলকাতা পুলিশের ‘সুকন্যা’ প্রকল্প ইতিমধ্যেই পেয়েছে ব্যাপক সাড়া। এবার তারা নিয়ে এসেছেন আরেকটি নতুন প্রকল্প – তেজস্বীনী।

সুকন্যা প্রকল্পটি শুধুমাত্রই স্কুলপড়ুয়া মেয়েদের জন্য ছিল। কিন্তু, তেজস্বীনীর আওতায় থাকবেন ১২ থেকে ৪০ বছর বয়সী মহিলারা। বিভিন্ন বয়সের মেয়ে/মহিলাদের আলাদা আলাদা গ্রূপ বানিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

মে মাসের ১৯ থেকে ২৪ তারিখ অবধি কলকাতা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউট দ্বারা একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। পুলিশ অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত হবে এই কর্মশালাটি। মহিলাদের প্রশিক্ষণ দেবেন ব্ল্যাক বেল্ট পাওয়া প্রশিক্ষকরা। তাদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার করাটাই হবে তাদের লক্ষ্য।

ইতিমধ্যেই সাড়া মিলেছে শহরের মহিলাদের তরফে, দাবি পুলিশের। অনেকেই ফেসবুকে কলকাতা পুলিশের পেজে এই কর্মশালায় অংশগ্রহণ করার ইচ্ছাপ্রকাশ করেছেন।