November 10, 2017
Kolkata International Film Festival begins

Chief Minister Mamata Banerjee inaugurated the 23rd Kolkata International Film Festival (KIFF) today at 4 pm at the Netaji Indoor Stadium.
KIFF 2017 was inaugurated by Amitabh Bachchan. Shah Rukh Khan was the special guest, Mahesh Bhatt, Kamal Haasan and well-known British film director Michael Winterbottom are the distinguished guests, and Kajol and Kumar Sanu are the guests of honour.
The festival proper is going to take place from November 11 to 17. Like every year, film-lovers are going to have a feast of the world’s best cinema. As the tagline for the festival goes, ‘Bengal Welcomes World Cinema’. 143 feature films, 87 short films and 51 documentary films from 53 countries are going to be featured. Film personalities (actors, directors, producers, etc.) from 20 countries will be attending the festival, whose films are being screened. There will be sections like Retrospectives, Centenary Tributes, and others.
Among the films of Winterbottom that to be screened are Trishna, On the Road and Welcome to Sarajevo. Another attraction for film connoisseurs will be the screening of the famous French director, Jean-Luc Godard’s 1986 made-for-television film, Rise and Fall of Small Film Company, the first screening of the film in India after its restoration. This is being considered by film buffs to be a watershed moment for an Indian film festival.
Other attractions for connoisseurs are the Satyajit Ray Memorial Lecture, seminars, interactive sessions, exhibitions and special adda sessions. The prestigious lecture will be delivered by Rachel Dwyer, a professor of Indian Cultures and Cinema at the School of Oriental and African Studies (SOAS), University of London.
Screening is taking place at 12 venues – Nandan 1, 2 and 3, Rabindra Sadan, Sisir Mancha, Navina Cinema, Star Theatre, Mitra Cinema, Inox at Salt Lake City Centre 1 Mall, Purbashree Auditorium at Salt Lake EZCC, Nazrul Tirtha and PVR Mani Square.
At Mamata Banerjee’s initiative, a few years back, KIFF was made a competitive film festival, with the Golden Royal Bengal Tiger award being given to the best film by a woman director and the best woman director.
The festival is organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.
Here are the main points of the speech made by the Chief Minister today:
We welcome all foreign delegates to Bengal with open hearts. Enjoy our hospitality. The film festival in Bengal is truly international and the biggest in India. We have delegates from over 20 countries. 143 films from more than 50 countries will be screened.
The inaugural film will be screened before the largest audience. We have also taken the initiative to show films in every corner, ‘paray paray cinema’.
As Amitabh Ji highlighted in his speech, unity is our strength. The world is coming to Bengal. A festival becomes successful with the participation of all and one.
We organised the FIFA U-17 World Cup, which also witnessed huge participation. Next we will organise Jatra Utsab, Natya Utsab. Every organisation has their own identity. This is our culture. We must take pride in this fact. Jhandabazi and petty politics can wait.
২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৪টের সময় ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান, মহেশ ভাট, কমল হাসান ও মাইকেল উইন্টারবোটম। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন কাজল, কুমার শানু। ২০টি দেশ থেকে এসেছিলেন চলচ্চিত্র ব্যাক্তিত্ব।
চলচ্চিত্র উৎসবে আয়োজিত হবে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার, সেমিনার, ইন্টার্যাক্টিভ সেশন, প্রদর্শনী ও ছবি নিয়ে আড্ডা। আছে রেট্রোস্পেক্টিভ, সেন্টেনারি ট্রিবিউট, সেরা চলচ্চিত্র ও পরিচালকের জন্য পুরস্কার।
এবারের চলচ্চিত্র উৎসবে ১২টি প্রেক্ষাগৃহে ৫৩টি দেশের ১৪৩টি ফিচার ফিল্ম, ৮৭টি শর্ট ফিল্ম, ৫১টি ডকুমেন্টারি সিনেমা দেখানো হবে। দেখানো হবে গদার্দ-এর একটি দুষ্প্রাপ্য সিনেমা ‘রাইজ অ্যান্ড ফল অফ স্মল ফিল্ম কোম্পানি’, যা ভারতে এই প্রথমবার দেখানো হবে। ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটমের ‘তৃষ্ণা’, ‘অন দা রোড’ ও ‘ওয়েলকাম তো সারাজেভো’ এই উৎসবে দেখানো হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-
আমরা সকল বিদেশী প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছি। আমাদের আতিথেয়তা উপভোগ করুন। কলকাতার এই ফেস্টিভ্যাল সত্যি বিশ্ব মানের এবং এত বড় ফিল্ম ফেস্টিভ্যাল দেশর আর কোথাও হয় না। এখানে ২০টি দেশের প্রতিনিধিরা এসেছেন, ৫০টি দেশের ১৪৩টি সিনেমা এই উৎসবে দেখানো হবে।
সব থেকে বেশি দর্শকদের সামনে উদ্বোধনী সিনেমাটি দেখানো হবে। আমরা “পাড়ায় পাড়ায় সিনেমা”র মাধ্যমে সিনেমাগুলিকে কোনে কোনে পৌঁছে দিতে চাই।
অমিতাভ বচ্চন তাঁর বক্তব্যে বললেন, একতাই শক্তি। সারা বিশ্বের মানুষ আজ বাংলায় আসছেন, বাংলা আজ বিশ্ব বাংলা। সব মানুষের অংশগ্রহণেই যে কোনও উৎসব সাফল্য লাভ করে।
আমরা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করে দেখিয়েছি। এরপর আমরা যাত্রা উৎসব, নাট্য উৎসব আয়োজন করব। ১২ মাসে ১৩ পার্বন, এটা আমাদের ধর্ম, এটা আমাদের কৃষ্টি, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সভ্যতা। সারাক্ষন ঝাণ্ডা নিয়ে জিন্দাবাদ করলে জীবন কাটে না। সংস্কৃতিকে নিয়ে বাঁচতে হয়।