সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৫, ২০১৯

দক্ষিণ ঢাকা পুরসভার সঙ্গে মৌ স্বাক্ষর কলকাতা পুরসভার

দক্ষিণ ঢাকা পুরসভার সঙ্গে মৌ স্বাক্ষর কলকাতা পুরসভার

শহরের সেরা প্রকল্পগুলির আদানপ্রদানের জন্য সম্প্রতি কলকাতা পুরসভা এবং ঢাকা পুরসভা একটি মৌ স্বাক্ষর করে। দুই পুরসভার মেয়র এই চুক্তি স্বাক্ষর করেন।

কলকাতা পুরসভার মেয়র বলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গত কয়েক বছরে কলকাতার উন্নয়নে মুগ্ধ ঢাকা পুরসভার মেয়র। অন্যদিকে, বৈঠকে ঢাকা পুরসভার সেইসব ক্ষেত্রগুলি তুলে ধরেন যেখানে তাদের পুরসভা অগ্রণী ভূমিকা পালন করেছে।

তাই, উভয়পক্ষ একসঙ্গে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর করে কলকাতা ও ঢাকাকে সকল রকম সাহায্য করে পরিচ্ছন্ন এবং সবুজ করতে। কলকাতা পুরসভার এক উচ্চাধিকারিক বলেন, সেইসব ক্ষেত্র ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যেখানে উন্নতিসাধন করা হবে। সেইক্ষেত্রগুলি হল, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষা, ট্রাফিক ব্যাবস্থা ইত্যাদি।

প্রসঙ্গত, দুদিন ব্যাপী পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও দক্ষিণ ঢাকা পুরসভার মেয়র উপস্থিত ছিলেন।

ফাইল ফটো