সাম্প্রতিক খবর

নভেম্বর ১৮, ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে আরও জোর কলকাতা পুরসভার

ডেঙ্গু প্রতিরোধে আরও জোর কলকাতা পুরসভার

রাজ্যে ডেঙ্গু রোধে আরও জোরকদমে এগোল কলকাতা পুরসভা। বুলবুল সাইক্লোনের জন্য টানা বৃষ্টির পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার ডেঙ্গু নির্মূল অভিযান শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। বিভিন্ন পর্যায়ে এই অভিযানকে ভাগ করা হয়েছে। কলকাতা পুরসভা ২০টি ওয়ার্ডকে চিহ্নিত করেছে যেখানে ডেঙ্গুর প্রবণতা আছে। এই অঞ্চলে আরও জোর দেওয়া হয়েছে ডেঙ্গু প্রতিরোধে।

কলকাতা পুরসভার দল গৃহস্থ বাড়ি, বাণিজ্যিক সংস্থার কার্যালয় সব জায়গায় গিয়ে খতিয়ে দেখেছে সেখানে কোনও আবর্জনা জমা আছে কিনা, রিজার্ভার ও ট্যাঙ্ক সঠিক ভাবে ঢাকা আছে কিনা। ফাঁকা জমি থেকেও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।

যাদের জ্বর হয়েছে তাঁদের সকলকে কলকাতা পুরসভার ডাক্তাররা রক্ত পরীক্ষা করার জন্য অনুরোধ করছেন। পুরসভার প্রতি ওয়ার্ডে রক্তের নমুনা সংগ্রহের কেন্দ্র আছে এবং ১৬টি ডেঙ্গু গবেষণাগার আছে। এই রক্ত পরীক্ষার রিপোর্ট রোগীকে এসএমএস মারফৎ জানানো হয় এবং কলকাতা পুরসভার অফিস থেকে লিখিত রিপোর্টও পাওয়া যায়।