সাম্প্রতিক খবর

নভেম্বর ১৮, ২০১৯

অত্যাধুনিক রোগনির্ণয় যন্ত্র বসাচ্ছে কলকাতা পুরসভা

অত্যাধুনিক রোগনির্ণয় যন্ত্র বসাচ্ছে কলকাতা পুরসভা

ডেঙ্গু, যক্ষ্মা এবং অন্যান্য রোগ নির্ণয়ের জন্য কলকাতা পুরসভা আধুনিক রিভার্স ট্রান্সক্রিপ্সহন পলিমার্স চেন রিঅ্যাকশন (আরটি পিসিআর) যন্ত্র বসাচ্ছে। এই যন্ত্র সরাসরি ভাইরাল ডিএনএ সনাক্ত করতে পারে যার ফলে যক্ষ্মা ও ডেঙ্গু সহজেই ধরা পড়ে।

দেশে এই প্রথম কোনও পুরসভা এমন অত্যাধুনিক রোগনির্ণয় যন্ত্র বসাচ্ছে। মহানাগরিক বলেন, যন্ত্রের দাম যতই হোক না কেন, সমস্ত পরীক্ষা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

প্রসঙ্গত, ডেঙ্গু রোধ করার জন্য কলকাতা পুরসভা আরও জোরকদমে নেমেছে। কলকাতা পুরসভা ২০টি ওয়ার্ডকে চিহ্নিত করেছে যেখানে ডেঙ্গুর প্রবণতা আছে। এই অঞ্চলে আরও জোর দেওয়া হয়েছে ডেঙ্গু প্রতিরোধে।