November 5, 2017
KIFF 2017: Govt making arrangements for another grand film fest

That time of the year is around the corner once again when Kolkata will play host to the grand Kolkata International Film Festival (KIFF). It is accepted by one and all that this is one of the best film festivals in India, and it is also the one with the highest prize money.
The Bengal Government has made all the arrangements to make this another successful festival. The dates this time are November 10 to 17.
All through the eight days, films will be shown at 12 auditoria – Nandan 1, 2 and 3, Rabindra Sadan, Sisir Mancha, Navina Cinema, Star Theatre, Mitra Cinema, Inox at Salt Lake City Centre 1 Mall, Purbashree Auditorium at Salt Lake EZCC, Nazrul Tirtha and PVR Mani Square.
The festival is organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.
Apart from Amitabh Bachchan, Shah Rukh Khan, Kajol and famous British director Michael Winterbottom in attendance, the government has also managed another coup of sorts by getting to screen a rare Godard film. This will be the first screening of the film in India.
Titled Rise and Fall of Small Film Company, Godard made this film for television, and was screened in 1986. According to many cine buffs, this is a watershed moment for an Indian film festival.
Among the films of Winterbottom that will be screened are Trishna, On the Road and Welcome to Sarajevo.
Source: The Times of India
২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফল করতে উদ্যোগী রাজ্য সরকার
পুজোর মরশুম যত শেষ হওয়ার দিকে এগোয়, কলকাতার চলচ্চিত্রমোদীদের মনের উড়ুউড়ু ভাবটা ততই বাড়তে থাকে। এবার অবশ্য পুজোর মরশুম এসে পড়েছিল কিছুটা আগেই। তাই শেষও হবে আগেভাগে। কিন্তু হেমন্ত যতই এগিয়ে আসছে, ততই তার সঙ্গে কাছে এসে পড়ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার তাঁর বয়স হবে ২৩।
প্রতিবারের মতো এবারও নভেম্বরের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। সিনেমোদীদের আগ্রহ থাকে কোন কোন নতুন পরিচালকের ছবি দেখানো হবে, কার কার রেট্রোস্পেকটিভ হবে, কোন কোন নতুন দেশের ছবি দেখা যাবে- সে সব নিয়ে। সব তথ্য পাওয়া যাবে অনলাইনে।
কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ শুরু হয়েছিল আগেই। তার একটি উইমেন ডিরেক্টরস’ ফিল্মস অন্যটি ইনোভেশনস ইন মুভিং ইমেজেস। এবছর শুরু হচ্ছে আরও একটি নতুন প্রতিযোগিতা বিভাগ, ন্যাশনাল কম্পিটিশন সেকশন। এর আগে ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ও ন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন থাকলেও এই বিভাগটি ছিল না।
৮দিনে ১২টি প্রেক্ষাগৃহে উৎসবের সিনেমাগুলি দেখানো হবে। এই প্রেক্ষাগৃহগুলি হল, নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, স্টার থিয়েটার, মিত্রা সিনেমা, সল্ট লেক সিটি সেন্টারের আইনক্স, সল্ট লেক ইজেডসিসি পূর্বশ্রী অডিটোরিয়াম, নজরুল তীর্থ, মণি স্কোয়ারের পিভিআর।
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল ও ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটম ছাড়াও, আরও চমক থাকছে দর্শকদের জন্য। গদার্দ-এর একটি দুষ্প্রাপ্য সিনেমা ভারতে এই প্রথমবার দেখানো হবে ফেস্টিভ্যালে। ‘রাইজ অ্যান্ড ফল অফ স্মল ফিল্ম কোম্পানি’ গদার্দের এই সিনেমাটি ১৯৮৬ সালে প্রথমবার টিভি’র পর্দায় দেখানো হয়েছিল।
ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটমের ‘তৃষ্ণা’, ‘অন দা রোড’ ও ‘ওয়েলকাম তো সারাজেভো’ এই উৎসবে দেখানো হবে।