Latest News

July 24, 2017

‘Kanyashree’ helps in reduction of dropout rates among girl students in Purulia

‘Kanyashree’ helps in reduction of dropout rates among girl students in Purulia

The Kanyashree Scheme has resulted in a fall in school dropout rates in Purulia district. As a result, more and more girls are becoming empowered.

Kanyashree is not only about the money that the girls receive but also about the way their characters get built by giving them opportunities to run the clubs under the scheme, empowering them and and making them strong to face all odds.

There are 173 clubs spread over the interiors of Purulia district that are run by girl students. They visit these and help in bringing more girls under the scheme’s umbrella. They also convince parents to send their girls to schools and talk of the benefits of education.

Source: Millennium Post

 

মেয়েদের স্কুলছুটের হার কমল পুরুলিয়ায়, সৌজন্যে “কন্যাশ্রী”

পুরুলিয়া জেলায় কন্যাশ্রী প্রকল্পের সৌজন্যে মেয়েদের স্কুলছুটের হার কমেছে। ফলস্বরূপ আরও অনেক মেয়েরা স্বনির্ভর হচ্ছে।

পুরুলিয়া জেলায় মেয়েদের দ্বারা পরিচালিত ১৭৩টি কন্যাশ্রী ক্লাব আছে। এই সব ক্লাবের সদস্যারা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করে আরও মেয়েদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে সাহায্য করে। এই মেয়েরা অভিভাবকদের সঙ্গে কথা বলেন ও তাঁদের কন্যা সন্তানকে স্কুলে পাঠানোর পাশাপাশি শিক্ষার উপকারিতাও বোঝান।

কন্যাশ্রী প্রকল্পে শুধু যে মেয়েরা অর্থনৈতিক সহায়তা পায় তাই নয়, তাদের চারিত্রিক গঠনও হয়ে হয় এই প্রকল্পের মাধ্যমে। জীবনের নানা বাধা বিপত্তি অতিক্রম করে, মাথা উঁচু করে বাঁচার প্রেরণা পায় তারা।