মার্চ ৯, ২০১৯
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বাংলার মুকুটে একটি নতুন পালক যোগ করল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নিউ জলপাইগুড়িতে দীর্ঘ প্রতিক্ষিত সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
এই সার্কিট বেঞ্চ বাংলার মুকুটে একটি নতুন পালক যোগ করল। এই সার্কিট বেঞ্চ তিরীর চিন্তাভাবনা হয়েছিল ১৯৮৮ সালে।
২০১২ সালে আমি শিলান্যাস করে গেছিলাম তাড়াতাড়ি করার জন্য। হয়ত এর আগেও হয়ে যেতে পারত। আজকের এই শুভ দিনে আমি আর কোনও বিতর্কের মধ্যে যেতে চাই না।
গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। সংবিধান রক্ষা করতে মিডিয়াকে আরও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
ভারতবর্ষের সংবিধানকে সুরক্ষিত রাখতে বিচার ব্যবস্থাকে মজবুত করতে হবে। আইনজীবীদের অনুরোধ ৫ থেকে ১০ শতাংশ কাজ গরীবদের জন্য করুন।
আমাদের আগে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল। পরে কেন্দ্রীয় সরকার এগুলো বন্ধ করে দেয়। এখন আমরা রাজ্য সরকারের খরচে সেগুলো চালাচ্ছি। এই ৮৮টি কোর্টের মধ্যে ৫৫টি শুধু মহিলাদের কোর্ট।
আমি ব্যাক্তিগত ভাবে আইনজীবী হিসেবে বলছি, মানুষ যাতে ঠিক সময়ে ঠিক বিচার পায়, তাই, পরিকাঠামো বাড়াতে হবে, বিচারপতি বাড়াতে হবে, বিচারালয় বাড়াতে হবে।
ইংরাজির পাশাপাশি স্থানীয় আইনজীবীদের আঞ্চলিক ভাষাতেও বলার সুযোগ দিতে হবে। আঞ্চলিক সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে হবে।মনের ভাষা বলার সুযোগ দিতে হবে।