সাম্প্রতিক খবর

মার্চ ৩, ২০১৯

জল ধরো জল ভরো প্রকল্পে বিপুল সাফল্য

জল ধরো জল ভরো প্রকল্পে বিপুল সাফল্য

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের অঙ্গ হিসেবে এখন পর্যন্ত রাজ্যে ২,৬২,০০০টি জলাশয় তৈরী করা হয়েছে।

২০১৮-১৯ সালে রাজ্য সরকার ২৯,১৩৫টি জলাশয় তৈরী করেছে। রাজ্য সরকার ২০১১ সালে এই প্রকল্প শুরু করে। বিভিন্ন ট্যাঙ্ক, পুকুর, রিজার্ভার এবং খাল খনন করা হয়েছে।

এই প্রকল্পের সব থেকে বড় প্রাপ্তি কর্মসংস্থান। যারা জলাশয় তৈরী করছে, তারা সকলেই ১০০ দিনের কাজের অধীনে কাজ পাচ্ছে।

গ্রামবাংলার উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। এই জলাশয়গুলিতে মাছ চাষ করা হয়। এখন পর্যন্ত ২,৩০৫টি ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে ৭৪,৬০৬ হেক্টর জমিকে সেচের আওতায় আনা হয়েছে।

বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে এই প্রকল্পের মাধ্যমে সেচের আওতায় আনা হয়েছে। খরা প্রবণ অঞ্চলের আরও ২৫,৩১৯ হেক্টর জমিকে ৭৮৬টি ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে সেচের আওতায় আনা হয়েছে। এই সব অঞ্চলে জলের যথাযথ ব্যবহার করে ধান চাষ এবং ফলের চাষ করা হচ্ছে।