April 14, 2016
It is the people who vote, they are the final judge: Mamata Banerjee in Birbhum

Mamata Banerjee addressed two election rallies in Birbhum district today, first in Murarai, followed by Siuri.
She accused the opposition of maligning her and her party instead of fighting her politically. As she said, “The opposition is only complaining, they have no real issues at all.”
She spelt out the developmental work accomplished in the district of Birbhum during the rule of the Trinamool Congress.
She also addressed a rally at Krishnanagar in Nadia.
Salient points from her speeches:
- Today beings a New Year, we pray that this New Year brings prosperity and development to Bengal.
- There are some who spread slander about Birbhum. Their mouths will be sealed through your votes in the democratic exercise.
- There has been a wave of development in Birbhum. Those who say against it are lying and have no credibility.
- What Trinamool Congress has done in Birbhum cannot be done CPI(M), Congress and BJP in their lifetime.
- They are dumb, blind and deaf if they say there was no development in Birbhum, and they cannot understand what the common people say.
- There have been all round development in this district, what had the comrades done for Bengal in 34yrs?
- 1.05 crore minority students have received minority scholarships. This is the highest in the country: MB #BengalPolls
- BJP just talks big, but when it comes to work they have nothing to show. They are shameless liars.
- We will take account of every single slander that some of the opposition is spreading about Bengal. It is my democratic right.
- There were 46 instances of mass murder under the CPI(M) rule. There has been no such instance in the last four and half years.
- I do not need a certificate from the opposition, it is the people who vote, and it is the people who are the final judge.
- The opposition cannot scare me through the threats and letters. It is my democratic right.
- For 34 years people of Bengal were not allowed to vote, the farmers were not allowed to till their fields.
- I do not need to abuse anyone. It is the expertise of the opposition. I believe in the soil and people of Bengal for justice.
- There is a political vendetta against us. We will defeat this conspiracy. Bengal will rise against the oppression of Delhi.
- Opposition says there is no law and order in Birbhum. This is the place of culture and education.
- The opposition is only complaining, they have no real issues at all.
- Some politicians come from Delhi only during elections. They neither do they do not understand Bengal nor do they accept any responsibility for what happens.
মানুষ ভোট দেবে, তারা বিচার করবে: মমতা বন্দ্যোপাধ্যায়
আজ বীরভূমে প্রচার করেন তৃণমূল নেত্রী। বীরভূমের সিউরি এবং মুরারইতে ২টি জনসভা করেন তৃণমূল নেত্রী। এদিন তিনি তার বক্তব্যে বিরোধীদের কটাক্ষ করেন।
এরপর নদিয়ার কৃষ্ণনগরেও একটি জনসভা করেন তিনি।
এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ
- আজ বাংলার নতুন বছর শুরু হচ্ছে, আমি প্রার্থনা করি নতুন বছর সবার খুব ভালো কাটুক
- বীরভূমে কিছু লোক আছেন যারা কুৎসা করে বেড়াচ্ছে, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তাদের মুখ বন্ধ করে দিন
- বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে, যারা এই ধরনের কথা বলছে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে
- তৃণমূল কংগ্রেস বীরভূমের জন্য যা করেছে, সিপিএম-কংগ্রেস-বিজেপি সারা জীবনেও তা করতে পারবে না
- ওরা যদি বীরভূমের উন্নয়ন দেখতে না পায় তার মানে ওরা কানে শুনতে পায় না, চোখে দেখতেও পায় না এবং ওরা বুঝতেও পারে না সাধারণ মানুষ কি বলছে
- সমগ্র রাজ্যের সব জেলায় উন্নয়ন হয়েছে, গত ৩৪ বছরে কি উন্নয়ন করেছে বামফ্রন্ট?
- ১ কোটি ৫ লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে যা দেশের মধ্যে সর্বোচ্চ
- বিজেপি শুধু বড় বড় কথা বলে, কাজ করার সময় কিছুই করে দেখাতে পারে না, ওরা নির্লজ্জ, ওরা মিথ্যেবাদী
- বাংলার মানুষ সব কুৎসা ও অপপ্রচারের জবাব ভোটের মাধ্যমে ইঞ্চিতে ইঞ্চিতে দেবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার
- সিপিএমের শাসনকালে ৪৬টি গণহত্যা হয়েছে,গত সাড়ে চার বছরে এরকম কোন ঘটনা ঘটেনি বাংলায়
- বিরোধীদের কাছ থেকে আমার সার্টিফিকেট পাওয়ার কোন দরকার নেই, মানুষ ভোট দেবে, তারা বিচার করবে
- বিরোধীদের এই ধরনের হুমকি বা চিঠিতে আমরা ভয় পাই না, এটা আমার গণতান্ত্রিক অধিকার
- গত ৩৪ বছর ধরে বাংলার মানুষকে ভোট দিতে দেওয়া হত না, কৃষকদের তাদের জমিতে কাজ করার অনুমতি দেওয়া হত না
- আমার কাউকে অভিযোগ করার কোন প্রয়োজন নেই। এটা বিরোধীদের কাজ। আমি বিশ্বাস করি বাংলার মা-মাটি-মানুষ এর বিচার করবে
- আমাদের বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা ও অপপ্রচার হচ্ছে, আমরা এই ষড়যন্ত্রকে পরাজিত করব
- বিরোধীরা বলছে বীরভূমে কোনরকম আইন শৃঙ্খলা নেই, বীরভূম এখন শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র
- বিরোধীরা শুধু অভিযোগ করছে, ওদের সত্যিই কোনরকম সমস্যা নেই
- কিছু রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনের সময় দিল্লি থেকে আসে। তারা বাংলা কে বুঝতেও পারে না, যা ঘটছে তার দায়িত্বও নিতে জানে না