Latest News

July 20, 2017

International commerce and industry meet to be held in Kolkata in November

International commerce and industry meet to be held in Kolkata in November

Chief Minister Mamata Banerjee is going to attend an international commerce and industry meet to be organised by the Indian Chamber of Commerce (ICC) and the West Bengal Government in Kolkata from November 26 to November 27 this year.

It is not just any trade meet, but the 2017 edition of Horasis Asia Meeting, Asia’s foremost gathering of senior leaders from businesses and governments, and thus an ideal platform for exploring and advancing regional cooperation, impacting investments and driving sustainable growth. The Kolkata event is also the first time that this prestigious business meet is being held in India. Horasis is a Zurich (Switzerland)-based thinktank.

About 500 delegates from 65 countries and 150 from India are scheduled to participate in the meeting.

The two-day event is expected to highlight Bengal in the Asian platform, and also work as a  stepping stone for the next Bengal Global Business Summit (BGBS), the annual investment meet that the State will be hosting in January.

Source: Aajkal

 

নভেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যিক সম্মেলন

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর উদ্যোগে আন্তর্জাতিক শিল্প সম্মেলন হতে চলেছে কলকাতায়। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ ও ২৭ নভেম্বর এই সম্মেলন হতে চলেছে।

নভেম্বরের এই সম্মেলনটিকে হোরাসিস এশিয়া মিটিং বলে চিহ্নিত করা হয়েছে। এই সম্মেলনে ৬৫টি দেশ থেকে প্রায় ৫০০ আন্তর্জাতিক এবং দেশের ১৫০ জন নামকরা শিল্প ও বাণিজ্যিক প্রতিনিধি যোগ দেবেন।

প্রসঙ্গত, হোরাসিস হল একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ গোষ্ঠী। বিশ্বের উদীয়মান ও উন্নত বাজারগুলিতে শিল্প ও বাণিজ্যের স্থায়ী প্রসারের লক্ষ্যে এই গোষ্ঠীকে ব্যাবহার করা হবে। ভারতে এই ধরনের সম্মেলন প্রথম হচ্ছে বলে আইসিসি-র তরফে জানানো হচ্ছে।

এশিয়ার অন্যতম প্রবেশপথ হিসেবে কলকাতা চিহ্নিত। শিল্প ও বাণিজ্যের প্রসারের জন্য বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সদর্থক ভূমিকার বিষয়গুলিও এই সম্মেলনে উঠে আসবে। মূলত বাণিজ্যের স্থায়ী প্রসারের লক্ষ্যে শিল্প ও বানিজ্য মহলের বাণিজ্যি মহলের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি তুলে ধরা হবে। পাশাপাশি ঠিক হয়েছে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা রুপায়ণে আইসিসি একসঙ্গে কাজ করবে।