মে ২৫, ২০১৮
ভারত-বাংলাদেশের সম্পর্ক চিরকাল অটুট থাকবে: মুখ্যমন্ত্রী

আজ শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সরকারের অর্থানুকূল্যে ও বিশ্বভারতী কর্তৃপক্ষের সহযোগিতায় তৈরী এই ভবনের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য:
- ওপার ও এপার বাংলার সকল মানুষকে আমার অভিনন্দন জানাই। এই বাংলাদেশ ভবন আগামিদিনে একটি তীর্থস্থানে পরিণত হবে।
- আজকের এই শুভ দিনে, গর্বের দিনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য অনেক ধন্যবাদ। অনুষ্ঠান খুব ভাল হয়েছে, আমার ভীষণ ভাল লেগেছে।
- ভারত-বাংলাদেশের সম্পর্ক চিরকাল অটুট থাকবে, মর্যাদার সাথে থাকবে।
- রবীন্দ্র–নজরুলকে বাদ দিয়ে বাংলা যেমন ভাবতে পারে না, তেমনই বাংলাদেশও ভাবা যায় না।
- আগামীকাল নজরুল ইসলামের জন্মদিন। বাংলাদেশের জাতীয় কবি। ওনার কথা বলতে শুরু করলে শেষ হবে না।
- আমরা নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। আগামীকাল সেখানে হাসিনা জি যাচ্ছেন। আমরা তাঁকে সেখানে সম্মাননা জানাব।
- নজরুলের নামে আমরা অণ্ডাল বিমানবন্দর তৈরী করেছি। নজরুল আকাদেমি, নজরুল তীর্থ তৈরী করেছি। নজরুলের নামে আমরা একটা চেয়ারও তৈরী করেছি।
- আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবর সাহেবের নামেও একটি ভবন তৈরী করতে চাই।
- ভারতবর্ষের ও বাংলাদেশের সকলকে আমি রমজান মুবারক জানাই।