March 1, 2017
In conversation with Manish Gupta

Congratulations, Sir. You will be elected to the Rajya Sabha in a few weeks. This election is only a formality. What are your first thoughts?
Manish Gupta: I would like to express my heartfelt thanks our Chief Minister and the leader of the masses Mamata Banerjee for giving me yet another chance to serve the people of Bengal and work for them.
You have played a role as a Chief Secretary and then as a Power Minister of the State Cabinet. But Delhi will be a new experience. Your thoughts.
Manish Gupta: We have the same responsibility in whatever role we play. Our leader Mamata Banerjee has always asked us to place people’s needs ahead of everything else. In Delhi, we will be playing the same role.
We will have to put forward the demands of the people of Bengal and take steps to fulfill them. I will use my 50 years of experience and will gain new experiences as well in Delhi. By combining them, I will be able to place the demands of our people in the right manner.
In which specific areas do you think you will be able to make impression in the Parliament?
Manish Gupta: In Rajya Sabha different topics will come up. I will try to showcase my State there. There are no scopes for choosing subjects. Whatever will come my way, I will do and I am ready for it.
Manish Gupta before the interview
In the last few years, TMC has proved to be the strongest voice in the Parliament. How will you bring your experience to heighten this position?
Manish Gupta: I have 5-6 years of political experience in Bengal. We are all observing what is happening in Delhi. We are tracking the areas where Bengal is being deprived by the Centre, the sectors where funds are not coming to the State. All these issues have to be raised in Parliament. I do not think there will be any problem.
Your work as a Power Minister has been appreciated. Which three sectors will you be most attracted to lay stress on?
Manish Gupta: There is a distinct difference between the works of the Ministers and that of a Member of the Parliament. Besides Power, there are many issues like economic development, social changes among others. These issues will be raised on the floor of the Parliament so that the people of Bengal are benefitted.
How has been your experience as a Minister while working with Mamata Banerjee?
Manish Gupta: I have seen many Chief Ministers. Mamata Banerjee is different. She works 20-22 hours a day. She keeps track of every little detail. If development is not done in a timely manner, it does not have any effect and Mamata Banerjee is always trying to pace up the developmental works. At times, she personally supervises the works to get them done. She is a source of inspiration. It is a very big thing. She is unique.
Will work for the people of Bengal: Manish Gupta
মুখোমুখি মনীশ গুপ্ত
আপনাকে অনেক অভিনন্দন। আপনি কিছুদিনের মধ্যেই রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচনটি একটি নিয়ম মাফিক প্রক্রিয়া মাত্র। আপনার কেমন লাগছে?
মনীশ গুপ্তঃ প্রথমত, আমি বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কারণ উনি আমাকে আরও একবার সুযোগ দিলেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার।
আপনি এর আগে মুখ্যসচিব হিসেবে ও বিদ্যু९মন্ত্রী হিসেবে কাজ করেছেন। কিন্তু দিল্লি একটা নতুন অভিজ্ঞতা। কেমন লাগছে?
মনীশ গুপ্তঃ সব জায়গায় আমাদের একটাই দায়িত্ব। আমাদের দলনেত্রী সবসময় বলেন মানুষের কাজ সবার সামনে রাখতে হবে। দলের ভাবমূর্তি ঠিক রাখতে হবে। দিল্লিতেও আমাদের একই কাজ। ওখানে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে হবে যাতে তা পূরণ হয়। দিল্লিতে যেভাবে কথাগুলো পরিবেশন করা দরকার সেটা আমি করব এবং আমার বিশ্বাস আমার যে অভিজ্ঞতা হবে এবং আমার বিগত ৫০ বছরের যে অভিজ্ঞতা আছে সেই দুটো মিলিয়ে সঠিক ভাবে আমি কাজ টা করতে পারব।
সংসদে কোন নির্দিষ্ট বিষয়গুলি উত্থাপন করার কথা ভাবছেন?
মনীশ গুপ্তঃ রাজ্যসভায় যে কোনো সময় যে কোনো বিষয় আসতে পারে। সেখানে আমাদের রাজ্যের দিকটি তুলে ধরতে হবে। ওখানে বাছাই করার কোন ব্যাপার নেই। যা আসবে তাই করতে হবে, সেজন্য আমি প্রস্তুত।
গত কয়েক বছরে সংসদের দুটো কক্ষেই তৃণমূল যথেষ্ট শক্তিশালী। দল্কে সংসদে আরও শক্তিশালী করে তুলতে কি ভূমিকা নেবেন?
মনীশ গুপ্তঃ আমার এখানে ৫-৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমরাও সবসময় দেখি দিল্লিতে কি হচ্ছে। আমরা কোথায় বঞ্চিত হচ্ছি, রাজ্যের কোন কোন খাতে টাকা আসছে না, সংসদে কি কি বিষয় আমাদের তুলে ধরা দরকার সেই কাজটাই আমায় করতে হবে, অতএব আমার মনে হয় না ওখানে কোন অসুবিধা হবে।
Trinamool’s Rajya Sabha candidate Manish Gupta
বিদ্যু९ মন্ত্রী হিসেবে আপনার কাজ যথেষ্ট প্রশংসনীয়। সাংসদ হিসেবে কোন তিনটি বিষয়ে বিশেষ নজর দেবেন?
মনীশ গুপ্তঃ মন্ত্রী আর সাংসদদের কাজ আলাদা। বিদ্যু९ ছাড়াও অন্যান্য অনেক বিষয়বস্তু আছে যেমন- অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক পরিবর্তন এই বিষয় গুলো সংসদে উত্থাপন করতে হবে যাতে আমাদের রাজ্যের মানুষ উপকৃত হন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
মনীশ গুপ্তঃ আমি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিনে প্রায় ২০-২২ ঘণ্টা কাজ করেন, প্রতিটি কাজের বিস্তারিত খবর রাখেন। উন্নয়ন সময়মত না করলে তার effect থাকে না। উনি সবসময় চেষ্টা করছেন করছেন যত তাড়াতাড়ি উন্নয়ন করা যায় এবং সেইজন্য উনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ গুলো করান, নিজে অনুপ্রেরণা দেন। এটা একটা বিরাট ব্যাপার। সত্যিই উনি অতুলনীয়।